রাঙিয়ে তুলোন আপনার ব্লগস্পট ব্লগকে (মেগা টিউন) [পর্ব-৭]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

ব্লগ নিয়ে ধারাবাহিক পর্বের এটা সপ্তম পর্ব।

পর্ব -১ এর  টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)

পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]

পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (গেমা টিউন)

পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৮এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৯এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

আশা করি আপনাদের কাছে এই এই টিউন টি ভাল লাগবে।

তাহলে চলুন দেখি আজকে কি কি ডিজাইন নিয়ে আলোচনা করবো।

১। কিভাবে ব্লগ এর  template/XML file ব্যাকআপ করে রাখবেন?

২। কিভাবে ব্লগ এ template/XML file ইন্সটল(install) করবেন?

৩।কিভাবে ব্লগ এর পোস্ট ব্যাকআপ রাখবেন? এবং restore করবেন??

৪। কিভাবে এক ব্লগ এর পোস্ট অন্য ব্লগ এ অ্যাড করবেন?

৫। কিভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ ব্লগ transfer করবেন?

৬। কিভাবে এক ব্লগএ আকাধিক এডমিন অ্যাড করবেন?

৭। কিভাবে widget/sidebar এর জায়গা পরিবর্তন করবেন?

৮। কিভাবে আপনার ব্লগে তারা , পাতা এবং আরও অনেক কিছু অ্যাড  করবেন? এটা অ্যাড  মিস করবেন। সত্যি এটা অনেক সুন্দর। 

তাহলে চলুন শুরু করি........................

১। কিভাবে ব্লগ এর  template ব্যাকআপ  রাখবেন? 

প্রথম এখানে ক্লিক করে ব্লগ এ সাইন ইন করেন

 তারপর আপনার যেকোনো একটা ব্লগ এর design এ ক্লিক করুন।

তারপর Edit HTML এ ক্লিক করুন। তারপর download Full Template এ ক্লিক করে xml file ডাউনলোড করুন।

তারপর xml ফাইল তি ডাউনলোড করুন।  প্রতিবার ব্লগ এর জেকন ডিজাইন এর কাজ করার সময় আপনি আপনার XML/template  ফাইল টি  ডাউনলোড করে রাখতে পারেন। আপনার  ব্লগ এর যেকোনো কাজ যদি  ভুল হয় তাহলে আপনার ব্লগ টি অন্য রকম হয়ে যায় অথবা আপনার মনের মত হয় না । তখন আপনি আপনার ব্লগ টি পুরবের নিয়ে যেতে যান  । আর অনেক কষ্ট করেও আর পূর্বের  অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য xml ফাইল ডাউনলোড করে রাখা জরুলি। এখন আশি কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন

২। কিভাবে ব্লগ এ template/XML file ইন্সটল(install) করবেন?

পূর্বের নিয়ম মতো  Edit HTML থেমে Browse এ  ক্লিক করে আপনার xml ফাইল টি নির্বচন করুন। তারপর upload এ ক্লিক করুন। এখন আপনার ব্লগ টি পূর্বের মতো হয়ে যাবে।

৩।  কিভাবে ব্লগ এর পোস্ট ব্যাকআপ রাখবেন?

আমারদের ভুলের কারনে অনেক সময় আমাদের অনেক পোস্ট ডিলিট হয়ে যায়। আর ডিলিট কয়ে গেলে পুনরায় আবার পোস্ট টি লিখতে হয়। আর এজন্য আপনি আপনার ব্লগ এর পোস্ট গুলো ব্যাকআপ রাখতা পারেন।

আপনার ব্লগ এর Settings থেকে Basic এ ক্লিক করুন।  তারপর Export bog এ ক্লিক করুন।

Export blog এ ক্লিক করলে নিচের ছরিব  মতো পেজ আসবে। তারপর DOWNLOAD BLOG এ ক্লিক করু।  তারপর ডাউনলোড করে রাখুন।

এখন  আশি কিভাবে ব্যাক রাখা পোস্ট গুলো ইন্সটল করবেন?

Basic থেকে import blog এ ক্লিক করুন। তারপর xml file সিলেক্ট  করে import blog এ ক্লিক করুন। কাজ শেষ।

৪। কিভাবে এক ব্লগ এর পোস্ট অন্য ব্লগ এ অ্যাড করবেন?

ব্লগ এর পোস্ট গুলো export করে অন্য ব্লগ ওপেন করে import করলেই ঐ ব্লগ এর পোস্ট গুলো এ ব্লগ এ চলে আসবে।

৫। কিভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ ব্লগ transfer করবেন?

বাংলাদেশে যারা নতুন ব্লজ্ঞিং করে তারা সবাই সবমসয়  অ্যাডসেন্স এর পিছলে দৌড়ায় । আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইলে তো আর কথায় নাই। মনে হয় অনেক কিছু!! আর যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট banned হয়ে যায় তখন ............হায়! হায়! আমি শেষ!!!!!আর তখন ঐ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে নতুন  অ্যাডসেন্স এর জন্য আবেদন করা যায় না। তাই ঐ অ্যাকাউন্ট আর সাইন ইন করতে মনে চায়  না। আর সাইন ইন করেইবা কি লাভ । তখন নতুন জিমেইল এবং নতুন ব্লগ শুরু করেন। কিন্তু আপনি ইচ্ছা করলে শুধু নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে আপনার পরানো অ্যাকাউন্ট এর ব্লগ গুলো নতুন জিমেইল অ্যাকাউন্ট এ transfer করতে পারেন। তাহলে দেখুন কি ভাবে transfer করতে হয়।

আপনি যে অ্যাকাউন্ট থেকে ব্লগ গুলো transfer করতে চান সে অ্যাকাউন্ট এ সাইন ইন করুন। তারপর যেকোনো ব্লগ এর settings এ যান তারপর permissions এ ক্লিক করুন। তারপর ADD AUTHORS এ ক্লিক করুন।

ADD AUTHORS এ ক্লিক করার পর  আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট এর অ্যাড্রেস টি লিখুন।  তারপর INVITE এ ক্লিক করুন।

তারপর সাইন আউট করে বের হয়ে আসুন । এখন আপনার নতুন গুগল মেইল এ সাইন ইন করুন । দেখবেন একটা নতুন মেইল আসছে। মেইল টি ওপেন করুন এবং মেইল এর লিংক টি-তে ক্লিক করুন। তারপর নতুন একটা tab খুলবে ওখানে click here এ ক্লিক করুন।তারপর সাইন আউট করুন। তারপর আপনার  পুরানো ব্লগার এ সাইন ইন করুন। তারপর settings থেকে permissions এ ক্লিক করুন দেখবেন নতুন author অ্যাড হয়েছে।  এখন author এর ডান পাশে দেখুন Grant admin privileges লেখা আছে।  Grant amin privileges এ ক্লিক করুন

তারপর একটি alert আসবে। ওখানে Grant admin privileges এ ক্লিক করুন। তারপর দেখবেন ঐ জিমেইল অ্যাকাউন্ট টি Admin হয়ে গেছে।  এখন আপনার এ অ্যাকাউন্ট টি সাইন আউট করেন। তারপর আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ এ সাইন ইন করেন দেখবেন আপনি ঐ ব্লগ টি সম্পূর্ণ  কন্ট্রোল করতে পারবেন। আগের মতো এ অ্যাকাউন্ট দিয়ে permission যান তারপর পুরানো অ্যাকাউন্ট টি Revoke admin privileges করে দেন। এখন কাজ শেষ। এখন যদি আপনার আপনার পুরান জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ এ সাইন ইন করেন দেখবেন আপনার ব্লগ টি নাই।

আপনি ইচ্ছা করলে  Revoke admin privileges না করে দুইটা এডমিন ব্যাবহার করতে পারেন।

 ৬। কিভাবে এক ব্লগএ আকাধিক এডমিন অ্যাড করবেন?

৫ নং এর নিয়ম মতো অনেক গুলো এডমিন অ্যাড করতে পারবেন। শুধু  author কে Grant admin privileges করলেই হবে।

৭। কিভাবে widget/sidebar এর জায়গা পরিবর্তন করবেন?

অনেক সময় ব্লগ এর widget/sidebar গুলো অনেক জায়গায় অ্যাড করতে হয়। হয়ত পোস্ট এর  উপরে অথবা পোস্ট এর নিচে। আর অনেক সময় দেখা যায় ওখানে অ্যাড করা যায় না।

এজন্য ব্লগ এর Design থেকে Edit HTML এ ক্লিক করতে হবে তারপর search ( খুজ) ক্রুন maxwidgets  যদি এর ডান পাশে 1 থাকে তাহলে এটি ৪ অথবা ৫ করে দিন। তারপর সেভ করুন।

কোনো কিছু search করতে হলে আপনার ব্রাউজার এর edit থেকে Find নিরবাচন করুন। অথবা Ctrl+F চাপুন। তারপর  search boxএ লিখুন আপনি যা খুজতে যান।

৮। কিভাবে আপনার ব্লগে তারা , পাতা, প্রজাপতি এবং আরও অনেক কিছু অ্যাড  করবেন?

এটা ব্লগে অ্যাড করতে মিস করবেন না।

অ্যাড করার আগে দেখে নিন কি রকম হবে। দেখার জন্য   এখানে ক্লিক করুন অথবা    এখানে ক্লিক করুন

ব্লগ এর design  থেকে Page Elements সিলেক্ট করেন। তারপর Add a gadget থেকে HTML/JavaScript নির্বাচন করেন। তারপর নিচের যেকোনো একটি কোড বসিয়ে দেন

<script type=”text/javascript” src=”https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/ColoredStars.txt” /></script>

<script type="text/javascript" src="https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/fireStars.txt" />
</script>

<script type="text/javascript" src="https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/YellowLeaf.txt" />
</script>

<script type="text/javascript" src="https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/butterfly-1-dance.txt" />
</script>

<script type="text/javascript" src="https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/Fallingyellowbutterfly.txt" />
</script>

<script type="text/javascript" src="https://sites.google.com/site/bdlab12/bdlab-blogspot-com/Fallingobjects-fish.txt" />
</script>

সপ্তম পর্ব এখানেই সমাপ্তি।

Level 0

আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাজানো গোছানো টিউন। খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

ভাল লাগলো। ধন্যবাদ।

Level 0

vai, kebol html, php, css die kora site a kivabe start, batterfly er effect gulo deya jai ?

    Level 0

    @TAPASFUN: আমি সঠিক জানি না।
    ভাবতেছি html, php, css নিয়েও টিউন লেখা শুরু করবো। তখন এই টিউন নিয়ে আবার আলোচনা ।
    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

nice tune.

can you tell me that whether can i add google adsense in my wordpress blog ?

thanks in advance. salam

অনেক সুন্দর হইতেছে টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

বুঝলাম না …শুধুই কি আমার সমস্যা হয় ?
আমি পারলাম না …
http://idealdreambd.blogspot.com
একটু যাবেন প্লিজ ।।

@Google Adsense :টা কে ভাইয়া ?

আমি আইটি তে একবারে নতুন

Level 0

@Google Adsense: বাহ!! সুন্দর নাম তো “Google Adsense”
ধন্যবাদ আপনাকে।