টেকটিউনস.কম.বিডি ব্লগে সবাইকে সালাম।আশা করি ভাল আছেন।আজকে দেখব কিভাবে এইচটিএমএল কোড নোটপ্যাডে লিখে সেটাকে ব্রাউজারে প্রদর্শন করা যায়।প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে নোটপ্যাড ওপেন করুন।এবং নিম্নের লেখাটুকু কপি করুন অথবা টাইপ করুন আপনার নোটপ্যাডে এর পরে ফাইলে গিয়ে সেভ করুন (যেকোন নাম.html) এক্সটেনশন হিসেবে।এবার ঐ ফাইলটি যেকোন ব্রাউজারে ওপেন করুন আর ফলাফল দেখুন।
<!DOCTYPE html PUBLIC “-//W3C//DTD HTML 4.0 Transitional//EN” “http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd”> <html> <head> <title>Title of the document</title> </head> <body> The content of the document…… </body> </html>
প্রথমেই আসি .html নামে সেভ করার কারন নিয়ে।কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে .html নামে সেভ না করে অন্যে কোন নামে ও তো সেভ করতে পারতাম।.html এক্সটেনশন দেয়ার কারন হচ্ছে যখন আপনি কোন ব্রাউজারে ঐ ফাইলটি ওপেন করবেন তখন ব্রাউজার .html এক্সটেনশন খুজবে যদি পায় তবে ফাইলটি ওপেন করবে,যদি না পায় তবে সেক্ষেত্রে ঐ ফাইলের তথ্যাবলি প্রদর্শন করবেনা ব্রাউজার।
<head>
<title>আমারটিউন.কম</title>
</head>
<!DOCTYPE html PUBLIC “-//W3C//DTD HTML 4.0 Transitional//EN”
আজকে এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই। আল্লাহাফেয
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।
উফস অ্যাড এর জ্বালায় আর পারিনা।লোড হচ্ছে তো হচ্ছে।