টেকটিউনস ব্লগ ভিজিট করার জন্যে সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আমার মত যারা ওয়েব ডিজাইনকে ভালবাসেন আজকে সেই সকল ভাইদের জন্যে আমার এই টিউন আশা করি ভাল লাগবে।আমাদের মাঝে অনেক ভাই আছে যাদের আনলিমিটেড নেট নেই কিংবা সবসময় অনলাইনে বসে থাকা সম্ভব হয়না তাই সেই সকল ভাইদের জন্যে শেয়ার করলাম w3schools এর offline টিওটোরিয়াল।আবার ডাউনলোড করার শুবিধার্থে আপলোড করলাম মিডিয়াফায়ারে যাহাতে স্লো স্পিড ইন্টারনেট দিয়েও ডাউনলোড করা যায়।আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এখানে কি কি টিওটোরিয়াল পাব?নিম্নের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন ।ডাউনলোড করতে গেলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।পাসওয়ার্ড =amartune.com
ডাউনলোড লিংক এখানে ফাইল সাইজ ২২.৩৮ মেগাবাইট
*Color Pick ইত্যাদি বিষয়ক টিওটোরিয়াল।যারা ওয়েব ডিজাইন শিখতে চান তারা ডাউনলোড করে অনুশিলন শুরু করে দিন।যারা ওয়েব মাস্টার হতে চান শুধু মাত্র তাদের জন্যে আমার এই সংগ্রহশালা আশা করি ধন্যবাদ দিতে ভুলবেননা।সুস্থ দেহ সুস্থ মন,ভাল থাকুন সুন্দর থাকুন আর টিওটোরিয়ালগুলো দেখতে থাকুন আর শিখতে থাকুন।আল্লাহাফেয ।
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।
ধন্যবাদ আমি কিছুদিনের মধ্যে ডিজাইন শিখব আশা করি