আপনার ব্লগ কে সুন্দর করে সাজান [পর্ব-২]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আজ আমি আপানদের সাথে  blog design কিভাবে সুন্দর করতে হয় তা নিয়ে লিখব।

গত পর্বে লিখেছিলাম

  • কিভাবে আপনার ব্লগ এ পেজ নাম্বার এড(add) করবেন???
  • কিভাবে সুন্দর একটি Search Box এড(add) করবেন????
  • কিভাবে ব্লগ কমেন্ট বক্স এ replay to the post add করবেন।
  • কিভাবে ব্লগ এর কমেন্ট বক্স এর design পরিবর্তন করবেন????
  • কিভাবে footer এর লেখা remove করবেন ?????
  • কিভাবে subscription to Atom Remove করবেন??????

পর্ব -১ এর  টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)

পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]

পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (গেমা টিউন)

পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৮এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৯এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

১ এবং ৫ নং টিউন টি মিস করবেন না।

আজ আমি ব্লগ সুন্দর করার জান্য আরও কয়েকটি টিপস শিখাব

১. কিভাবে আপনার ব্লগ এর background wallpaper পরিবর্তন করবেন?

আপনার ব্লগ এ sing in করে design>>>Edit HTML>>>তারপর search (CTRL+F) করন background তারপর নিচের ছবির মত কোনো লেখা আসবে। তারপর URL টি কপি করে আপনার browser এর new tab এ past করন। যদি আপনার ব্লগ এর background এর সাথে এই ছবিটির মিল হয় তাহলে আপনি link টি পরিবর্তন করে অন্য কোনো wallpaper এর link ব্যবহার করে আপনার ব্লগ এর background পরিবর্তন করতে পারেন। ব্লগ এ দেওয়া যায় এরকম wallpaper এর জন্য এখানে ক্লিক করন । এখন ".jpg)" এর পরে space দিয়ে লিখু  no-repeat fixed right center;    ।

এভাবে আপনি আপনার ব্লগ এর background পরিবর্তন করতে পারেন।

২. কিভাবে আপনার ব্লগ এর নির্দিষ্ট পোস্ট এর background পরিবর্তন করবেন??

আপনার ব্লগ এ sing in করে>>> Settings>>>Formatting থেকে Post Template এর বক্স এ নিচের কোড টি past করন ।

<div style="background:url(<span style="color: #ff0000;"><span style="color: #ff0000;">LINK_OF_PICTURE</span></span>) no-repeat;"></div>

তারপর Posting>>>New Post থেকে আপনি যেকোনো এক টা পোস্ট লিখুন(compose) । তারপর  Edit HTML এ ক্লিক করলে উপরের কোড টির মত একটি লেখা প্রথম lineএ থাকবে এবং লাল রং (LINK_OF_PICTURE)এর লেখাটি edit করে জেকনো একTa image এর link দিন । তারপর পোস্ট টি পাবলিশ করন এবং দেখুন পোস্ট এর background change হয়েগেছে। একটি screen shot

৩. কিভাবে old post, new post, home লেখা মুছে ইমেজ দিবেন

আপনার ব্লগ এ sing in করে design >>>edit html>>>Expand Template Widgets এ টিক দিন>>>

তারপর search করন

<data:newerPageTitle/>

এবং এই লেখাটা পরিবর্তন এই লেখায়

<img style="border: 0 none; vertical-align: middle;" src="http://icons.iconarchive.com/icons/pixelmixer/basic/64/left-icon.png" alt="" />

তারপর search করন

<data:olderPageTitle/>

এবং এই লেখাটা পরিবর্তন ) এই লেখায়

<img style="border: 0 none; vertical-align: middle;" src=" http://icons.iconarchive.com/icons/pixelmixer/basic/64/right-icon.png" alt="" />

তারপর search করন

<data:homeMsg/>

এবং এই লেখাটা পরিবর্তন এই লেখায়

<img style="border: 0 none; vertical-align: middle;" src="http://icons.iconarchive.com/icons/deleket/sleek-xp-basic/64/Home-icon.png" alt="" />

এগুলো যদি করতে না পারেন তাহলে আমি personal ভারে আপনাকে করে দিতে পারি।
যোগাযোগ করুন ...আমার ই-মেইল অ্যাড্রেস [email protected]

আজ এই পর্যন্ত । কোনো সমস্যা হোলে আমাকে বলবেন ।

আর ব্লগ সম্পর্কে কোণো কিছু জানতে চাইলে COMMENT করে জানাতে পারেন ।

ব্লগার বন্ধুরা ভাল থাকো সবসময়

Level 0

আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সুন্দর হয়েছে। ভাই আমার একটা সমস্যা হয়ে গেছে।আমার ব্লগে ব্লগ পোস্ট দুইটি হয়ে গেছে। page element মধ্যে ব্লগ পোস্ট দুইটি হয়ে গেছে এখন্ আমি কিভাবে ব্লগ পোস্ট একটি করতে পারব। দয়া করে বলতে পারবেন। আমার ব্লগ দেখেন (saifullaharafat.blogspot.com)

    Level 0

    @saifarafat: ভাই এইটা হয় ব্লগ template পরিবর্তন করলে। আপনি আপানার ব্লগ এর template পরিবর্তন করে নিন। কিভাবে template change করতে হয় তা জানার জন্য পরবর্তী পোস্ট এর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ ।

    @saifarafat: এটার উত্তর আমি আপনাকে আমার টিউনে দিয়েছিলাম।

    Level 0

    @saifarafat: apni blog ar edit html page a search koroon
    othoba searck koroon locked . jodi locked pan tahole ar dan pasher true lekhati change kore false koroon. orthat arokom koroon locked=’true’ theke locked=’false’ .
    dhonnobad apnake.

দারুন। ভাই সাহায্য প্রয়োজন, আমি ব্লগে মেনু/বিভাগ দিতে পারতেছিনা, কিভাবে দিব?

বেশ ভালো হচ্ছে চালিয়ে যান 😛

ভাল হইতেছে টিউন,
ধন্যবাদ টিউনের জন্য।

সুন্দর সুন্দর, চালিয়ে যান, সাথেই আছি। 😉

aponar blog ti valo laglo . arrow sathe lekha ta ki vabe display korcen bolben ki?

khub valo hoise…..carry on…

আপনার সব post পড়বো

pora and kaje lagano start korchi. dekhi, kotota korte pari. ekhon ektu help koren.
code to onek boro. apni je lekhagula khuje ber korte bolen, segular ki kono shortcut way nai ?