অনেক ওয়েব ডেভেলপার’রা প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন শেখার জন্য http://www.w3schools.com এর সাহায্য নিতে বলেন। http://www.w3schools.com নিসন্দেহে একটি ভাল মানের ওয়েব সাইট এবং নতুনদের HTML এবং CSS শেখার জন্যতো বেস্ট ওয়েবসাইট।
আমাদের অনেকেই লিমিটেড প্যাকেজ ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের জন্য বারবার একই পেজ ভিসিট করা একটু অসুবিধার। কেমন হতো যদি পুরো http://www.w3schools.com অফলাইনে পড়া যেত?
তাই যারা লিমিটেড প্যাকেজ ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য আমার এই পোস্ট। আপনারা বারবার ভিসিট করার চেয়ে একবারে ২৫ মেগাবাইটের .rar ফাইলটি নামিয়ে নিন। এরপর WinRAR অথবা যে কোন জিপ ওপেনার দিয়ে extract করুন (তবে আমি WinRAR ব্যবহার করি 7Zip এ ভাল ফল পাইনি) তাহলে একটা ডেটা ফোল্ডার এবং একটি ইনডেক্স ফাইল পাবেন। ইনডেক্স ফাইলটি যেকোনো ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করুন। কি পেয়ে গেলেন তো http://www.w3schools.com এর হোমে পেজ। এবার ব্রাউজ করুন ইচ্ছামতো কোন বিল ছাড়াই।
ক্লিক করুন এখানেঃ ডাউনলোড
আমি billi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি Web Surfing করতে।
ধন্যবাদ আপনাকে?