HTML বা CSS জানা না থাকলেও কিভাবে ওয়ার্ডপ্রেস থিম তৈরি বা সম্পাদন করা যায়

ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য মন মতো থিম খুঁজে পাওয়া বা বানানো খুব কঠিন কাজ। কারন ওয়ার্ডপ্রেসেই অনেক ফ্রী থিম কলেকশন, অন্যান্য সাইটে তো আছেই। আর কিনতে পাওয়া যায় অগুণিত। এত্তো গুলো থিম থেকে নিজেরটা পছন্দ মতো খুঁজে বেরানো, সেটা লাগিয়ে টেস্ট করে দেখা; পছন্দ না হলে আবার পরিবর্তন করা। এই কাজ গুলো খুব কষ্টের এবং সময়ও অনেক নষ্ট হয়। কেমন হয় যদি আমরা কোড ছাড়ায় থিম এডিট করতে পারি অনেকটা ফটোশপে ছবি এডিট করার মতো তা হলে কেমন হত? আসুন দেখি কিভাবে করা যায়।

যেভাবে ওয়ার্ডপ্রেস থিম এডিট করবেন

লুবিথ নামে খুব একটা ভাল ওয়েবসাইট আছে থিম তৈরি বা এডিট করার জন্য। প্রথমে লুবিথে যান...

লুবিথ.কমে গিয়ে Start Here এ ক্লিক করুন।

সাইন আপ বাটনে ক্লিক করুন

ফর্মটি usename, email address, password দিয়ে পূরণ করুন এবং Register এ ক্লিক করুন।

আপনার ইমেইল এড্রেস কনফর্ম করে, লগইন করুন।

প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পাবেন। আপনি এটার সব কিছুই এডিট করতে পারবেন। ইলেমেন্ট পরিবর্তন করতে সেলেক্ট করুন, অরেঞ্জ কালার বাটন দিয়ে ড্রাগ করতে পারবেন আর গ্রীন কালার দিয়ে ছোট বড় করতে পারবেন।

বাম পাশের বাটন গুলো দিয়ে আরও বেশি স্টাইল পরিবর্তন করতে পারবেন, টেক্সট বা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে আগে টেক্সট বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন এবং বামের কালার বাটনে ক্লিক করুন।

কালার পছন্দ করুন যেমন ইচ্ছা, কালার চুজার দিয়ে।

ছবি যোগ বা পরিবর্তন করতে, সিলেক্ট করুন ছবি ডিলিট করুন বা আপলোডে ক্লিক করে ছবি বসান।

ফন্ট পরিবর্তন করতে সিলেক্ট করে টেক্সট আইকনে ক্লিক করুন।

এলেমেন্ট যোগ বা মুছে ফেলতে লেআউট আইকনে ক্লিক করুন।

লেআউট আইকন থিমের ডাইমেনশন ও প্যাডিং পরিবর্তন করতে দিবে।

সব এডিট করা শেষ হয়ে গেলে থিম আইকনে ক্লিক করুন এখানে সেভ, টেস্ট, ডাউনলোড করুন; এবং আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লাগান। শেষ!

লুবিথ থিম ক্রিয়েটর দিয়ে খুব বেসিক কাজ করা যায়। উচ্চতর এস ই ও অপশন, উইগেট কন্ট্রোল নাই। তারপরেও লুবিথ দিয়ে আমার অনেক কাজ সহজ হয়ে গেছে। আশা করি আপনাদেরও কাজে লাগবে। ভাল লাগলে টিউমেন্ট দিতে ভুইলেন না। ধন্যবাদ।

Level 0

আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ ভালো একটা সাইটের খোজ দিয়েছেন। আমার কাজে লাগবে। ধন্যবাদ। 🙂

thanks.

আপনার কাজে আসলেই আমার কষ্ট সফল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

প্রিয় Tune-এ নিতেই হয়…