টেকটিউনস.কম.বিডি ব্লগ এ সবাইকে সালাম এবং শুভেচ্ছা।জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলায় মেইন মেনু তৈরি করা যায়।আজকে আমরা দেখব কিভাবে ফ্রন্টপেজে Home Page অর্থাৎ Home মেনুটি তৈরি করা।
বি : দ্র : এই টিউনটি যদি পূর্বে কেউ করে থাকে তবে আমি দঃক্ষিত।ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন সবার প্রতি অনুরোধ।
কার্যপ্রনালী : প্রথমে আপনি জুমলার অয়াডমিন প্যানেলে লগিন করুন।এরপরে আপনি চলে যান মে্নুস > মেনু ম্যানেজারে এরপরে নিম্নের স্ক্রীনশটে দেখুন মেইন মেনু।সেখান থেকে মেনুস আইটেমে ক্লিক করুন আর দেখুন নতুন একটা পেজ আসবে Menu Item Manager।
সেখানে ডান দিকের উপরের দিকে দেখুন (Enable,Disabl, Copy, Delete, Edit, New, Help) অপশনগুলো আছে।সেখান থেকে আপনি New বাটনে ক্লিক করুন এবং এই পেজটি দেখুন এখান থেকে Article এ ক্লিক করুন।
এরপরে নিচের দিকে দেখুন Front Page Blog Layout নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করুন দেখবেন নতুন একটা পেজ আসছে সেখানে আপনাকে খালি ঘরগুলো এইভাবে পুরন করুন …
Title: Home
Alias:Home
Link: কোন পরিবর্তন হবেনা
Display in: Main Menu
Parent Item: Top
Published: Yes
Access Level:public
On Click, Open in:parent window with Browser Navigation
এরপরে Apply অপশনে ক্লিক করুন।এরপরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে Apply করার পরে Apply এর পাশে Close অপশনে ক্লিক করে পুর্বের পেজে ফিরে আসুন,এবং Home পেজটিকে সিলেক্ট করে উপরের দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।
এরপরে আপনি যান Extension > Module Manager সেখান থেকে খুজে বের করুন Main Menu। Main Menu খুজে বের করার সেখানে ক্লিক করুন এবং এই পেজটিতে যে অপশঙ্গুলো সিলেক্ট করা আছে এইভাবে আপনিও আপনার কাজটি করে নিবেন।
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।
ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।