জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলার কন্ট্রোল প্যানেলকে বাংলা করার পদ্ধতি [পর্ব-৫ ]

জুমলা ১.৫ চেইন টিউন

টেকটিউনস.কম.বিডি  ব্লগ এ সবাইকে সালাম এবং শুভেচ্ছা ।জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলার অ্যাডমিন প্যানেলে  বাংলা করা যায়।জুমলাতে সাধারনত ইংরেজী ডিফল্ট ভাবে থাকে ।

বি : দ্র : এই টিউনটি যদি পূর্বে কেউ করে থাকে তবে আমি দঃক্ষিত ।ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন সবার প্রতি অনুরোধ ।

অ্যাডমিন প্যানেলে বাংলা ইনস্টল পদ্ধতি :আপনি যদি আপনার কন্ট্রোল প্যানেলকে বাংলায় রুপান্তর করতে চান তাহলে আপনাকে একটি বাংলা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে ,যার নাম হচ্ছে (bn-BD_admin_1.5.8.zip) ।তবে এটা ইনস্টলের পর ফ্রন্টপেজের কোন পরিবর্তন হবেনা,শুধুমাত্র কন্ট্রোল প্যানেল এর ল্যাংগুয়েজকে পরিবর্ত্ন করতে পারবেন ।

ডাউনলোড লিংক বাংলা ল্যাংগুয়েজ প্যাক :এখানে

কার্যপ্রনালী :প্রথমে ডাউনলোড করা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে ।এক্সট্রাক্ট করার পরে আপনি ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে দুটি ফোল্ডার দেখতে পাবেন এর একটি বাংলা (bn-BD) অন্যেটি ইংরেজী (en-GB) এবং দুটি ফোল্ডারের ভেতঅরেই পাবেন একটি এইচটিএমএল (index.html) ফাইল ।আপনি যদি এই কাজটী লোকাল হোস্টে করতে চান সেখত্রে আপনি যে ড্রাইভে জুমলা ইনস্টল করেছেন সেই ড্রাইভের অর্থাৎ উদাহরন স্বরূপ (C:\wamp\www\amartune\language) ল্যাংগুয়েজ ফোল্ডারটিকে খুজে বের করুন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে (bn-BD) এর ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন এবং (index.html) ফাইলটিকে মাউসের বাম বাটন দ্ধারা ড্রাগ করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে (index.html) এর উপর ছেড়ে দিন ।এর পরে  (bn-BD) ফোল্ডারটি কপি করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে পেষ্ট করে দিন কাজ সেষ ।

এবারে আসুন বাকি কাজটুকু সেরে ফেলি কন্ট্রোল প্যানেলে লগিন করি এবং Extension>language Manager এ প্রেবেশ করবেন এবং সেখানে  ইংরেজী এবং বাংলা ল্যাংগুয়েজ অপশন দেখবেন ।আপনি বাংলা অপশনে সিলেক্ট করে উপরে ডান দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপ্সহন আছে সেখানে ক্লিক করুন আপনার কাজ শেষ ।

ভাল থাকবেন সবাই ।<<<<<<<<  আল্লাহাফেজ  >>>>>>>>>>

আগামি পর্বে যে টিউনগুলো থাকবে :

১ ।জুমলা ১.৫ পর্ব ৬ : টিউটোরিয়াল -জুমলায় ফ্রন্টপেজেকে বাংলা করার পদ্ধতি।

২ ।জুমলা ১.৫ পর্ব ৭ : টিউটোরিয়াল- মেইন মেনু তৈরির পদ্ধতি

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধারবাহিক ও পরিপূর্ন জুমলা টিউন। ধন্যবাদ