blogspot ডোমেইন কে co.cc ডোমেইন এ পরিবর্তন করা

ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য ঠিকানা (URL) অনেক গুরুত্বপুর্ণ।URL বড় হলে অনেক ভিজিটর তার নাম মনে রাখতে পারেন না।ফলে আপনার ব্লগের প্রচার বা প্রসারও অনেক কম হয়।তাছাড়া অনেক সার্চইঞ্জিন সাবডোমেন

(যেমন .blogspot.com) সার্চরেজাল্ট লিস্টে খুব ভাল অবস্থানে থাকার কথা থাকলেও দেখায় না।তাই ব্লগকে তাড়াতাড়ি কাষ্টম ডোমেইনে নিয়ে যাওয়া অনেক ভাল।যাদের কাষ্টম ডোমেইন (.com ,.net ইত্যাদি)


কেনার সামর্থ্য নেই তারা ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেনা co.cc ডোমেইন ব্লগারে সেটাপ চিত্র আকারে দেখানো হল।

টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে

Level 0

আমি রাজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

name:rajon ahmed studen:diploma engineering(SPI) city:sylhat


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

co.cc কে গুগল তাদের সার্চ ইন্জিন থেকে সরিয়ে দিয়েছে . তাই ট্রাফিক বাড়ার প্রশ্ন আসেনা ! আপনি co.cc লিখে সার্চ করে দেখুন ।

Level 0

এখন আর “blogspot কে co.cc ডোমেইন এ পরিবর্তন করে কোণ লাভ নাই।

জানি ভাই গুগল সার্চ ইন্জিন না হলে আর অনেক সার্চ ইন্জিন আছে

    Level New

    বিশ্বের ৯১.২৮% সার্চ হয় গুগলে। সুতরাং যারা ৮.৭২% এর জন্য সাইট করতে চান তারাই এখন co.cc তে যাবেন।
    সূত্রঃ গত ৬ মাসের গ্লোবাল স্ট্যাট কাউন্টার

    অনেক থাকলেও মানুষ গুগলই বেশি ব্যবহার করে। আর কো.সিসি ছাড়া ও ডট টিকে আছে যা এখনো গুগল সার্চ লিস্টে আসে। এবং ওটা সাবডোমেইন না। মুল ডোমেইন নেম। আর ডট কো ডট সিসি হলো সাবডোমেইন। সাবডোমেইন থেকে সাবডোমেইনে গিয়ে আর কিই বা আর লাভ?