আসলে ডিজাইন চলাকালে অথবা কোড় লেখার সময় বিনা প্রয়োজনীয় কিছু কোড়
আবার নেট থেকে ডাউনলোড় করা
wordpress থিমস এ এমন কিছু কোড় এর অথোর বসিয়ে রাখেন যা আপনি কোন ভাবেই বুঝতে পারেন রা
যার ফলেই সাইট মাঝে মাঝে ফেটাল ইরর দেখা দেয়
আবার এমন কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে যা খুবই নান্দনীকঁ
আপনি এটি নামিয়ে নিজেই হালকা কিছু পরিবর্তন করে সাইট বানালেন
অথচ মুল ডিজাইনার এর ভিতরে কিছু কোড় Decode/Encode করে রেখেছে
আরে আপনি তো জানেন ই না তবে সংশোধন করবেন কিভাবে……?
যদি এসব নিয়ে চিন্তা করেন তবে হয়ত আর সাইট বানানোর প্লানই মাথা ছেড়ে পালাবে
আসুন এমন একটি ছোট মাত্র ১৩৩ kb একটি প্লাগইন দিয়ে এই সব সমস্যার সমাধান
নিয়ে আমার লেখা ছোট পোষ্ট
Plugin Name: Wp Bangla Code detector
Description: Detect and recover wordpress themes code problems
ব্যাবহারের নিয়ম:
প্রথমে এটি ফাইলসার্ভার হতে ডাউনলোড় করুন bcd.zip
এরপর তা আপলোড করে একটিভ করুন
এবার পাশে একটি Dashboard>Appearanc>bcd options
এখানে সব ভুল এবং সংশোধন এর পব্ধতি আছে
কাজ শেষ হলে htdocs>wp-content>plugins>bcd
নামক ফোল্ডার টি অবশ্যই Delete করে দিন
এতে আপনার আর কোন সমস্যা থাকবে না
আশা করি এটি আপনার কাজে লাগবে
ziddu তে ফাইল আপলোড করা লিংক টিউনে দেত্তয়া নিষিদ্ধ। মিডিয়াফায়ারে দিন