টেকটিউন্সে আসতে আগে অনেক বোরিং লাগত সেই সত্যিটা আমি সবার সামনেই স্বীকার করছি। এর প্রধান কারণ হল মাত্রাতিক্ত স্লো! এত স্লো যে দু/তিনটা টিউন পড়তেই ১০/১২ মিনিট ব্যয় হয়ে যেত। তাছাড়া টিউন করাতো ছিল স্বপ্নের ব্যাপার! কমপক্ষে ১৫-২০ মিনিট লাগল শুধু লিখতেই!!!
ধন্যবাদ টেকটিউন্স প্যানেলকে নতুন সার্ভারে ট্রান্সফার করার জন্য। এখন টেকটিউন্স আগের চেয়ে আসলেই অনেক দ্রুত গতির হয়েছে। তবে একটি জিনিস করলে টেটি'র স্পিড আরো কয়েকগুণে বেড়ে যাবে।
টেকটিউন্স হোমপেজের পিছনে বিশাল বড় একটা ইমেজ ইউজ করা হচ্ছে। যেটা প্রায় ৪২ কি.বা.!
এই ৪২ কি.বাইটের একটা ইমেজ লোড হইতেই লেগে যাচ্ছে প্রচুর টাইম। এরচেয়ে ব্যকগ্রাউন্ডটা যদি সিএসএস থ্রি দিয়ে করা হয় এরচেয়ে কয়েকগুণে সুন্দর দেখাবে প্লাস ফাস্ট হবে। টেটি প্যানেলকে অনুরোধ করছি বিষয়টা আরেকবার ভেবে দেখার জন্য।
ওয়েলকাম। আরেকটা কথা..টেকটিউন্সের ডানপাশে "টেকটিউন্স কী" এর নীচে প্রায় ১২টি ইমেজ ব্যবহার করা হচ্ছে যেটা অন্যান্য টিউনের লিংক। এই ১২টি ইমেজের প্রতিটা যদি ১০ কি.বা. ও হয় তাহলে প্রায় ১২০ কি.বা. এখানেই নষ্ট হচ্ছে। সাধারণত এগুলো ১০ কি.বা. এর বেশীই হবে। যদি ধরি ১২ কি.বা. পার ইমেজ..তাহলে ১২*১২=১৪৪ কি.বা. শুধু লোডই হচ্ছে এই ইমেজের জন্য।
আধুনিক ওয়েবমাস্টাররা সবসময়ই অতিরিক্ত ইমেজ ব্যবহারে নিরুৎসাহিত করেন। ইচ্ছা করলেই এগুলো টেক্সট আকারে লিখে সাইডবারে ঝুলিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে প্রায় ১৪০ কি.বাইটও এখানে সেভ হবে। সেক্ষেত্রে টেকটিউন্স আরো কতগুণে ফাস্ট হবে কেউ চিন্তা করেছেন কখনো?
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
আপনার সাজেশান আমাদের মাথায় থাকবে 🙂 ধন্যবাদ