টেকটিউন্স এখন আগের থেকে অনেক দ্রুতগতির! ধন্যবাদ টেকটিউন্স প্যানেলকে!

টেকটিউন্সে আসতে আগে অনেক বোরিং লাগত সেই সত্যিটা আমি সবার সামনেই স্বীকার করছি। এর প্রধান কারণ হল মাত্রাতিক্ত স্লো! এত স্লো যে দু/তিনটা টিউন পড়তেই ১০/১২ মিনিট ব্যয় হয়ে যেত। তাছাড়া টিউন করাতো ছিল স্বপ্নের ব্যাপার! কমপক্ষে ১৫-২০ মিনিট লাগল শুধু লিখতেই!!!

ধন্যবাদ টেকটিউন্স প্যানেলকে নতুন সার্ভারে ট্রান্সফার করার জন্য। এখন টেকটিউন্স আগের চেয়ে আসলেই অনেক দ্রুত গতির হয়েছে। তবে একটি জিনিস করলে টেটি'র স্পিড আরো কয়েকগুণে বেড়ে যাবে।

সমস্যা নং ১

টেকটিউন্স হোমপেজের পিছনে বিশাল বড় একটা ইমেজ ইউজ করা হচ্ছে। যেটা প্রায় ৪২ কি.বা.!

techtunes-purple-line-grid_bg.jpg (320×480)

এই ৪২ কি.বাইটের একটা ইমেজ লোড হইতেই লেগে যাচ্ছে প্রচুর টাইম। এরচেয়ে ব্যকগ্রাউন্ডটা যদি সিএসএস থ্রি দিয়ে করা হয় এরচেয়ে কয়েকগুণে সুন্দর দেখাবে প্লাস ফাস্ট হবে। টেটি প্যানেলকে অনুরোধ করছি বিষয়টা আরেকবার ভেবে দেখার জন্য।

সমস্যা নং ২

ওয়েলকাম। আরেকটা কথা..টেকটিউন্সের ডানপাশে "টেকটিউন্স কী" এর নীচে প্রায় ১২টি ইমেজ ব্যবহার করা হচ্ছে যেটা অন্যান্য টিউনের লিংক। এই ১২টি ইমেজের প্রতিটা যদি ১০ কি.বা. ও হয় তাহলে প্রায় ১২০ কি.বা. এখানেই নষ্ট হচ্ছে। সাধারণত এগুলো ১০ কি.বা. এর বেশীই হবে। যদি ধরি ১২ কি.বা. পার ইমেজ..তাহলে ১২*১২=১৪৪ কি.বা. শুধু লোডই হচ্ছে এই ইমেজের জন্য।

আধুনিক ওয়েবমাস্টাররা সবসময়ই অতিরিক্ত ইমেজ ব্যবহারে নিরুৎসাহিত করেন। ইচ্ছা করলেই এগুলো টেক্সট আকারে লিখে সাইডবারে ঝুলিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে প্রায় ১৪০ কি.বাইটও এখানে সেভ হবে। সেক্ষেত্রে টেকটিউন্স আরো কতগুণে ফাস্ট হবে কেউ চিন্তা করেছেন কখনো?

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাজেশান আমাদের মাথায় থাকবে 🙂 ধন্যবাদ

    ওয়েলকাম। আরেকটা কথা..টেকটিউন্সের ডানপাশে "টেকটিউন্স কী" এর নীচে প্রায় ১২টি ইমেজ ব্যবহার করা হচ্ছে যেটা অন্যান্য টিউনের লিংক। এই ১২টি ইমেজের প্রতিটা যদি ১০ কি.বা. ও হয় তাহলে প্রায় ১২ কি.বা. এখানেই নষ্ট হচ্ছে। সাধারণত এগুলো ১০ কি.বা. এর বেশীই হবে। যদি ধরি ১২ কি.বা. পার ইমেজ..তাহলে ১২*১২=১৪৪ কি.বা. শুধু লোডই হচ্ছে এই ইমেজের জন্য।

    আধুনিক ওয়েবমাস্টাররা সবসময়ই অতিরিক্ত ইমেজ ব্যবহারে নিরুৎসাহিত করেন। ইচ্ছা করলেই এগুলো টেক্সট আকারে লিখে সাইডবারে ঝুলিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে প্রায় ১৪০ কি.বাইটও এখানে সেভ হবে। মূল পোস্টে এটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। এ বিষয়টিও একটু নজর দেওয়ার আহ্বান থাকল।

ভাই এত হিসাব করলে কি চলবে……? আপনার দুঃখের কথা শুনে আমি কষ্ট পেলাম……।

    আমি টেকটিউন্সের উন্নতির জন্য বলেছিলাম। যদি নজর দিতে না চান কর্তৃপক্ষ তাহলে আমার কিছু বলার নাই।

    আরে ভাই এই টিউনের দরকার ছিলো, কেনোনা এখানে অনেক আছে যারা লিমিটেড মেগার নেট চালায়, তাদের কথা তো ভাবতে হবে !

Level 0

এখনো মাঝে মাঝে টেক টিউনস কই জানি হারায়ে যায়ে, মানে সার্ভার খুজে পায় না।

টেকটিউনসের ক্লাউড সার্ভার আর্কিটেকচার হল Lighting Fast এবং Scaled। ইতোমধ্যে আপনার তা অনুভব করছেন বলে আশা করি। টেকটিউনস টু পয়েন্ট ও থেকেই সকল স্ট্যাটিক কন্টেন্ট – ইমেইজ, সিএসএস, স্ক্রিট Amazon Simple storage Service দ্বারা অফলোড করা। তাই মূল সার্ভারে এই স্ট্যাটিক কন্টেন্ট লোডের কোন প্রভাব পড়ে না। আর টেকটিউনসের নতুন সার্ভার আর্কিটেকচার স্ট্যাটিক কন্টেন্ট গুলো Amazon S3 ছাড়াও Reserve Proxy দিয়ে সার্ভ করা হয়। তাই স্ট্যাটিক কন্টেন্ট লোডিং মূল সার্ভারে কোন প্রকার চাপ সৃষ্টি করে না। তবে হ্যাঁ আরও বেশ কিছু অপটিমাইজেশনের বিষয় রয়েছে যে গুলো নিয়ে কাজ চলছে যা টেকটিউনসের ক্লাউড টিউনটিতে বলা হয়েছে। যার সুফল পাওয়া যাবে ধীরে ধীরে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

    ভাই, যেখানেই স্ট্যাটিক কনটেন্টগুলো আপলোড হউক সেটা বিষয় না। কথা হচ্ছে যখন techtunes.io ক্লায়েন্ট পিসি থেকে রিকোয়েস্ট করা হচ্ছে তখন সব সার্ভারই ক্লায়েন্টের পিসিতে কনটেন্ট পাঠাচ্ছে। এবং সবকিছুই ক্লায়েন্ট পিসিতে লোড হয়। তাই সাইট লোড ইমেজের জন্য কিছুটা হলেও সময় নিচ্ছে। এখানে সার্ভারের উপর চাপের কথা সাইফ বুঝাতে চায়নি। যত ইমেজ কম হবে সাইট লোড পিসিতে আরো তাড়াতাড়ি হবে।

    আমিতো সেটাই বুঝাইতে চাচ্ছি! অবশ্যই ভাল সার্ভারে হোস্ট করার ফলে পার্ফরমেন্স ভাল হবে কিন্তু মূল কথাটাতো হচ্ছে ইমেজগুলো লোড হচ্ছে ক্লায়েন্ট পিসি থেকে। ইমেজের ভারে যে টেকটিউন্স চ্যাপ্টা হয়ে যাচ্ছে সেটা কি কেউ দেখছে না? এই ব্যাপারে আমি এতদিন কিছুই লিখি নি কারণ এর আগের জঘন্য সার্ভার। ডাটাবেজ কানেকশন ইররসহ কত ইরর যে দেখাইত আল্লাহ জানে! সেই ইররের সমুদ্র পার করে এসে যদি গাদা গাদা ইমেজ লোড হয় একজন ওয়েব সার্ফারের অনুভূতি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আপনাদের কাছেই জিজ্ঞাসা রইল।

ভাল চিনTa

হুম কথা যুক্তিসঙ্গত… 😀

Level 0

এখন সবাই সিএসএস দিয়ে কোডিং করে সাইটের ওয়েট অনেক কমিয়ে ফেলছে। তাই টেকটিউন শ্রীগ্রই তা করবে বলে বিশ্বাস। তারপরও ইমেজ দিয়ে যত সুন্দর করে প্রকাশ করা যায় তা সিএসএস দিয়ে করা যায় নাহ। ধন্যবাদ সাইফ ভাই কে পরামশর্ দেয়ার জন্য। টেকটিউন তা ভেবে দেখবে বলে আশা রাখি। 🙂

Level 0

অন্য কারো সমস্যা হয় কিনা জানি না কিন্তু বিগত কয়েকদিন যাবত টেকটিউন এ প্রবেশ করতে গেলে এই লেখাটি আসে 🙁
504 Gateway Time Out
———————————–
nginx/1.0.3

Level 0

আসল সমস্যার কথা তো আফনেরা কেউ কইলেন না(অবশ্য আর কারো সমস্যা হয় কিন তা জানিও না। হয়ত হয়।)
সমস্যাটা হইল, যখনই কমেন্ট করতে যাই,submit বাটনে প্রেস করার পরে দেখি পুরা পেইজই নাই হইয়া যায়,শুধু আমার কমেন্টটাই এককোনে লেখা থাকে, নিচে থাকে "reply" লেখা। সেই reply এ ক্লিক করলয়ে দেখি,আমার কমেন্টও নাই হইয়া যায়,আর লেখা আসে "duplicated comment detected" . এই কাহিনীর কি অবসান আশা করা আমার জন্য পাপকাজ হইবে। দয়া করিয়া এডু বা মডু যেইই হোন না কেন, পত্র মারফত জানাইবেন,ধইন্যবাদ।

    হ্যাঁ মিঠূ ভাই আপনি ঠিক বলছেন আমি নিজেও এই প্রবলেম ফেস করছি। চরম বিরক্তিকর একটা ব্যাপার।
    আর তাই টেকটিউনস এর দৃষ্টি আকর্ষন করছি।

    একই সমস্যা আমারো হচ্ছে।

    Level 0

    সমস্যা সমাধানের জন্য আর কয়জনের সমস্যা হচ্ছে বলে জানতে হবে?

    সমস্যাটা আমাকেও ছাড়ে নাই 🙁

    একই সমস্যা। নতুন পেইজ আসে। আর ব্যাক চেপে টিউনে ফিরতে হয়।

    সমাধান দরকার…

সাইট লোড হওয়ার ক্ষেতরে ইমেজ একটা বড় ফ্যাক্টর। সাইফের সাথে আমি একমত। টেকটিউনস এর ব্যাপার গুলা ভেবে দেখা উচিৎ।

সাইফ দি বস ৭-এর সাথে একমত।

কমেন্ট Submit করতে আমারও সমস্যা হচ্ছে। 🙁

Level 2

bhai amar priotunes golo dekhtecina ki hoice bujtecina eta ki bhae techtunes unnoyon mulok problem naki. pls janan

তিছু সমস্যা ঠিক করার জন্য প্যানেলকে ধন্যবাদ। 🙂