জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলা ১.৫ এর ফ্রন্টপেজ পরিচিতি [পর্ব-৪]

জুমলা ১.৫ চেইন টিউন

সবাইকে সালাম জানিয়ে শুরূ করলাম আমার ৪র্থ তম টিউন ।আমার কিছু কথা, যদি আপনি আমার পূর্বের টিউন গুলো  পড়তে চান সেক্ষেত্রে আপনি নিম্নের লিংক থকে ঘুরে আসতে পারেন।

প্রথম টিউন : জ্যাম্প এবং ওয়্যাম্প ইনস্টলেশন পদ্ধতি

দ্ধিতীয় টিউন : লোকালহোস্টে জুমলা ইনস্টলের জন্যে কোন সার্ভারটি বেছে নিবেন ওয়্যাম্প নাকি জ্যাম্প সার্ভার

তৃতীয় টিউন : জুমলা ১.৫ এর ব্যাকঅ্যান্ড পরিচিতি

এবার আসি কাজের কথায় ,জুমলা ইনস্টল করার পরে আপনি যদি ফ্রন্টপেজটি দেখতে চান সেক্ষেত্রে আপনার ব্রাউজারে  http://localhost/(amartuneআপনার সাইটের নাম )এই ভাবে টাইপ করে এন্টার বাটনে প্রেশ করুন তাহলে নিম্নের স্ক্রীনটি দেখতে পাবেন।

টপ মেনু : প্রথমে যে মেনুটির সাথে পরিচয় করিয়ে দেব সেটই হচ্ছে  টপ মেনু ।এই মেনুকে আমরা মেইন মেনু ও বলে থাকি ।টপ মেনুতে যে আইটেম গুলো সাধারনত থেকে থাকে সেগুলো হচ্ছে :-

১ । about joomla

২ । Features

৩ । News

৪। The community

মেইন মেনু  : এটা হচ্ছে মেইন মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-

১ । Home

২ । joomla Overview

৩ । joomla license

৪  । More about joomla

৫ । FAQ

৬ । Thge news

৭ । Web links

৮ । News feeds

রিসোর্স মেনু  : এটা হচ্ছে রিসোর্স মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে মেইন মেনুর নিচে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-

১ । joomla Joomla! Home

২ । Joomla! Forums

৩ । Joomla! Documentation

৪ । Joomla! Community

৫ । Joomla! Magazine

৬ । OSM Home

৭ । Administrator

কী কুনসেপ্ট মেনু  : এটা হচ্ছে কী কুনসেপ্ট মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে রিসোর্স মেনু্র নিচে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-

১ । Extensions

২ । Content Layouts

৩ । Example Pages

ফ্রন্টপেজ : এটি জুমলার প্রথম পেজ।এই পেইজে কনটেন্ট আইটেম থাকে ।কনটেন্ট হতে পারে আপনার প্রয়োজনীয় তথ্যে বা যে কোন ধরনের ।

লেটেস্ট এবং পপুলার নিউজ : লেটেস্ট এবং পপুলার নিউজ এ পাঁচটি নিউজ থাকে আপনি যদি চান সেক্ষেত্রে বাড়িয়েও নিতে পারেন ।আর এই নিউজগুলো লেটেস্ট এবং পপুলার হয় ব্যবহারকারিদের পড়ার উপরে ।যে নিউজটি বেশি পড়ে সেটিই হতে পারে পপুলার এবং যে নিউজটি নুতন সেটি হতে পারে লেটেস্ট ।

পুলস :পুলসের মাধ্যমে আপনি আপনার সাইটি ব্যবহারকারীদের কাছে কেমন লেগেছে তা জানতে পারবেন ।

হু ইজ অন লাইন :এই মেনুটির মাধ্যমে আপনার সাইটে কতজন ব্যবহারকারি আছে সেটা দেখতে পাবেন ।

এডভারটাইজমেন্ট :বিজ্জাপন দেয়ার জন্যে এই জায়গাটুকু  ব্যবহার করা হয় ।

ব্যানার : এখানে আপনার সাইটের ব্যানার দিতে পারেন ।

লগইন ফরম : এর মাধ্যেমে আপনার সাইটে ব্যবহারকারি রেজিস্ট্রশন করতে পারবে ।ব্যবহারকারী পাসোয়ার্ড এবং নাম ভুলে গেলে তা পুনরায় ফিরে পাওয়ার ব্যবস্থা রয়েছে ।

সার্চ : ওয়েবসাইটের তথ্য খোজার জন্যে এই অপশনটি ব্যবহার করা হয় ।

ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।ভাল থাকবেন সবাই "আল্লাহাফেয"

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাইয়া খুব ভালো হয়েছে।
আগের টিউন গুলাইন পড়া হয় না আমার…
আমি দেখ নিবো।
ধন্যবাদ।

Level 0

onek helpful post. like it a lot.

    ধন্যবাদ ভাই ।ভাল থাকবেন

টিউনটা খুব ভাল হয়েছে,
ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ভাই আমি একটি extension খুঁজছি যার মাধ্যমে ব্যাবহারকরীদের(নিবন্ধিত) কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নেয়া যাবে এবং তা আমার ই-মেইল অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে(প্রশ্নোত্তরসমূহ) আমি পরে সেগুলো চেক করে উত্তর দিব ।

এই extension আমি কোথাও পাচ্ছি না(free) । যদি সাহায্য করেন তবে কৃতজ্ঞ থাকবো ।
এজন্য “সাহায্য জিজ্ঞাসা” বিভাগে টিউন করেছিলাম তবে আশানুরুপ উত্তর পাইনি ।