এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "তৌফিক"]
টেকটিউনস ব্লগে এ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন । আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ওয়াম্প এবং জ্যাম্প সার্ভার ব্যবহার করে লোকালহোস্টে কিভাবে জুমলা (১.৫) ইনস্টল করবেন।প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ এই বিষয়ে টিউন করে থেকে থাকেন তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবার আসি কাজের কথায় জুমলা ইনস্টলের পূর্বে আপনাকে অবশ্যেই ওয়্যাম্প অথবা জ্যাম্প ইনস্টল সম্পর্কে ধারনা থাকা জরুরি, যদি না থকে তবে এই লিংক থেকে একবার ঘুরে আসেন।জুমলা ইনস্টলের জন্যে আপনাকে জুমলা (১.৫) Joomla_1.5.23-Stable-Full_Package.zip দরকার হবে সেজন্যে আপনার কাছে যদি জুমলা ১.৫ প্যাকেজটি থেকে থাকে তাহলে তো আর কথা নাই অন্যথায় যদি না থেকে থাকে নিম্নের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।ডাউনলোড করার জন্যে নিচের লিংকে "ক্লিক মি" তে ক্লিক করূন।
জুমলা ১.৫ ডাউনলোড লিংক ক্লিক মি
দুটি সার্ভার ব্যবহার করে আমরা জুমলা ইনস্টল করব।প্রথমে আমরা ওয়াম্প ব্যবহার করে কিভাবে জুমলা ইনস্টল করে তা দেখব এরপরে দেখব জ্যাম্প ব্যবহার করে কিভাবে জুমলা ইনস্টল করবেন।
ওয়াম্প সার্ভার ব্যভার করে জুমলা ১.৫ ইনস্টল পদ্ধতিঃ
প্রথমে জুমলা ১.৫ জিপ প্যাকেজটি কপি করে ওয়্যাম্প সার্ভারের www directory এর ভিতরে পেস্ট করবেন ।পেস্ট করার পরে জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করুন www directory এর ভেতরই।এরপরে জিপ ফাইলটিকে ডিলিট করে ফেলুন।এরপরে জুমলা প্যাকেজটিকে রিনেম করে নিতে পারেন আপনার সুবিদার জন্যে ।এরপরে আসুন কিভাবে ডাটাভেজ তৈরি করবেন, ডাটাবেজ তৈরি করার পূর্বে আপনাকে একটু কাজ করতে হবে ওয়্যাম্প সার্ভারের নিচের দিকে লেখা আছে put offline এটা ডিফল্টভাবে থাকে put online এটাকে আপনি put offline করে নিন ।অন্যথায় ঝামেলা হতে পারে ।
এবারে লক্ষ্যে করুন কিভাবে লোকালহোস্টে ডাটাবেজ তৈরি করবেন ।আপনার কম্পিউটারে ডানপাশে নিচের দিকে ওয়্যাম্প সার্ভারের আইকনটিতে মাউসের লেফট বাটনে ক্লিক করুন এবং উপরে লখ্যে করুন phpMyAdmin লেখাটি দেখা যাচ্ছে , phpMyAdmin লেখাটিতে ক্লিক করুন এবং নিম্নের ছবিটির মত একটি ছবি দেখতে পাবেন ।সেখানে উপরের দিকে localhost লেখাটির নিচের দিকে লেখা আছে creat new database এর নিচে একটি খালি বক্স আছে সেখানে আপনার ডাটাবেজটির নাম টাইপ করুন।যদি ভাষা English ও Theme style -Original এবং MySQL Collation-utt8_unicode_ci না থাকে তবে এই লেখা গুলি সিলেক্ট করে দিন।সর্বপরি creat বাটনে ক্লিক করুন । এরপরে একটি নতুন পেজে একটা মেসেজ দেখাবে Database amartune hase been created.ডাটাবেজ তৈরি হলো ।আপনি যদি আপনার ডাটাবেজটি তৈরি হয়েছে কিনা দেখতে চান তভে বাম পাশে লক্ষ্যে করুন আপনি যে নামে ডাটাবেজ তৈরি করেছেন তা দেখা যাচ্ছে।ডাটাবেজ নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে ।
জুমলা ইনস্টলের জন্যে টাস্কবারের ওয়্যাম্প সার্ভারের আইকনটিতে ক্লিক করলে উপরেরে দিকে দেখতে পাবেন যে লোকালহোস্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং নিম্নের স্ক্রীন শটটির মত দেখতে পাবেন ।লক্ষ্যে করুন "your projects "নামে একটি অপশন আছে তার নিচে আছে আপনার রিনেম কৃত জুমলা ইনস্টলার প্যাকেজ সেখানে ক্লিক করুন জুমলা ইনস্টল শুরু করুন।
এখানে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ভাষা en-US-Enlish(US) নির্বাচন করে Next বাটনে ক্লিক করতে হবে ।
এ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে Next বাটনে ক্লিক করতে হবে।
এ পর্যায়ে ও যে কাজটি করতে হবে তা হচ্ছে Next বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় কিছু করার প্রয়োজন নেই।
এ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে নিম্নের Sreen এ Databse Configeration Sreen টি প্রদর্শিত হলো।Database Type =mysql, Hostname =localhost ,Username =root, passwd=No Need, Database=আপনি যে ডাটাবেজটি তৈরি করেছেন তার নাম ।বাম পাশের তথ্যগুলো পুর্ন করা হলে Next বাটনে ক্লিক করন ।
এখানে লাল বর্ডারের ভিতরে কিছু করার প্রয়োজন নেই ।শুধু Next বাটনে ক্লিক করলেই হবে।
এখানে Main Configeration স্ক্রীনটি প্রদর্শিত হবে ।নিম্নলিখিত তথ্যাদি পুরন করতে হবে ।
(Site name=amartune), (Your [email protected]), (Admin Passwd=123456789),(Confirm Admin Passwd=123456789)।উপরের তথ্যগুলো পুরন করা হলে নিচের দিকে লক্ষ্য করুন যে (Install Default Sample Data) রয়েছে সেখানে ক্লিক করুন ।এবার উপরের ডান দিকে Next বাটনে ক্লিক করুন ।
জুমলা ইনস্টলেশনের একেবারে শেষে যে কাজটি করতে হবে সেটী হলো www directory এর ভেতরে installation নামে একটি ফোল্ডার দেখতে পাবেন সেই ফোল্ডারটিকে ডিলিট করে দিন ব্যাস কাজ শেষ।এবার ব্রাউজার ওপেন করে টাইপু করুন http://localhost/amartune/administrator/ এন্টার প্রেস করুন আর দেখুন আপনার লগিন পেগ।
জ্যাম্প সার্ভার ব্যভার করে জুমলা ১.৫ ইনস্টল পদ্ধতিঃ
জ্যাম্প সার্ভারে জুমলা ইনস্টল প্রায় ওয়্যাম্প সার্ভারের মত কিন্তু যে যায়গায় ভিন্নতা সে বিষয় নিয়ে আলোচনা করব।প্রথমে Mycomputer এ যান তারপর C:(Drive) এ প্রবেশ করুন ।তারপর XAMPP নামের ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন । তারপরে ( htdocs ) নামের ফোল্ডারে প্রবেশ করে সেখানে যেকোণ নামে একটি ফোল্ডার তৈরি করুন ।এই ফোল্ডারেই আমরা জুমলা ইন্সটল করব ।(Joomla_1.5.12-Stable-Full_Package.zip) এখন এই রার ফাইল্টিকে বাংলাদেশ নামের ফোল্ডারে EXtract করতে হবে । এবারে এ উইন্ডোটি ক্লোজ করে দিন।
যেভাবে আপনি ডাটাবেজ তৈরি করবেন :ব্রাউজার ওপেন করে address bar এ http://localhost/phpmyadmin টাইপ করে এন্টার key চাপুন।এখানে যে পেজটি আসবে সেখানে লক্ষ্য করুন MySQL Localhost এর নিচে Create new database আছে এবং এর নিচে একটি বক্স রয়েছে সেখানে আপনার পচন্দ মত একটি ডাটাবেজ create করতে পারেন।
এরপরের অর্থাৎ বাকী কাজগুলো ওয়াম্প সার্ভারের মতো করে করতে হবে যেমন : Extract হবার পরে যেকোন ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন http://localhost/amartune/ এন্টার বাটনে প্রেস করন উপরের থেকে নিচের দিকের ৪ নং screen টি প্রদর্শিত হবে । সেখানে ল্যাংগুয়েজ English শিলেক্ট করতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।এভাবে একের পর এক কাজগুলি শেষ করতে হবে ।শেষ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে :Mycomputer ওপেন করুন এবং টাইপ করুন C:\ Drive ওপেন করুন এবং টাইপ করুন C:\xampp\htdocs\amartune ইহার ভেতরে Installation নামের ফোল্ডারটিকে Delete করে ফেলুন ।
এবারে একটি ব্রাউজার ওপেন করে টাইপ করুন (http://localhost/amartune/administrator) আর দেখুন আপনার কাঙ্খিত জিনিসটি এবার লগিন করতে Username=admin, Passwd =১২৩৪৫৬৭৮৯,
লগিন করার পরের অবস্থা Control Panel.....দেখুন ,আর ওয়েব ডিজাইনের কাজ আপনার নিজ কম্পিউটারেই করুন।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
"আল্লাহাফেজ" ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে ।
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।
your project আসে না। এই পর্যন্ত ১০ বার try করলাম। হল না। ভিন্ন পন্থা ধরেও দেখেছি হয় না। সারাটা দিন নষ্ট!
ফাটাইলেন ভাই । চালাইয়া যান……………………… আরও তথ্যবহুল হবে পরবর্তীতে আশায় রইলাম।