একটি ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় গুলি কি কি এই সম্পর্কে অনেকেই জানতে চান। যে সকল ব্লগার রা তাদের ব্লগে গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন, তাদের মধ্যে বেশির ভাগেরই উপার্জনের মূল লক্ষ হয়ে থাকে গুগল এডসেন্স থেকে। গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য অবশ্যই আপনার ব্লগে পর্যাপ্ত পরিমান ভিজিটর প্রয়োজন।
ব্লগে বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য আপনাকে ব্লগ শুরু করার প্রথম দিকে গুগলে সার্চ হয় এমন কনটেন্ট গুলো খুঁজে বের করতে হবে এবং ভালোভাবে অনপেজ এসইও করে তারপরে পোস্টগুলি লিখতে হবে।
ভিজিটর পেতে কি করতে হবে?
একটি ব্লগে ভিজিটর নিয়ে আসার জন্য একজন ব্লগারকে অনেকগুলি কাজ সম্পন্ন করতে হয়।
পোস্টগুলি লেখার পরে চেষ্টা করবেন পোস্টগুলিতে ট্যাগগুলি ভালোভাবে ব্যবহার করুন। আপনি গুগলে সার্চ করে কাজ করলে আপনার ব্লগে ভিজিটর পেতে খুব বেশি সমস্যা হবে না।
কেননা বাংলায় এখনো এমন অনেক কিওয়ার্ড রয়েছে যেগুলোর উপরে চার্চ আছে কিন্তু কোন ধরনের কনটেন্ট পাবলিস্ট নেই। আর যদিও থেকে থাকে তার সংখ্যা অনেকেই কম আপনি সহজেই রেঙ্ক করতে পারবেন তাই আপনাকে কন্টেন্ট রিচার্জ করতে হবে ভালো করে।
যেকোনো নতুন ব্লগ শুরু করুন না কেন কন্টেন রিচার্জের উপর গুরুত্ব দেন তবে আপনি ব্লগিং করে সফল হতে পারবেন। কনটেন্ট হচ্ছে ব্লগিং এর মূলমন্ত্র কনটেন্ট ভালো হলে ভিজিটর একদিন একদিন আপনার ব্লগে আসবেই আসবে।
তবে নতুন ব্লগ শুরু করার প্রথম ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। ধন্যবাদ ভাল থাকবেন আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে কোন সমস্যা হলে আবারও প্রশ্ন করতে পারেন।
ব্লগিংয়ে অসফল হওয়ার মূল কারন কি?
ব্লগিংয়ে অসফল হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। আপনি দশটি কারণ সম্পর্কে জানতে চাইলে, তবে আমি আরো বেশী কারন বলতে পারি সময়ের অভাবে সবগুলো কারণ সম্পর্কে আপনাকে বলা এখন সম্ভব হচ্ছে না।
তবে আপনাকে এই কথাটি বলতে পারি একটি নতুন ব্লগ শুরু করার পরে যেকোনো ব্লগারকে ধৈর্য ধরতে হবে।
একটি ব্লগ শুরু করে দুই থেকে তিন মাসের মধ্যে অনেকে ভিজিটরের আশা করে থাকেন। গুগল নিজে থেকে না বললেও, যারা অনেকদিন থেকে ব্লগিং করছেন তাদের বলতে শুনা যায় গুগলের স্যান্ডবক্স বলে কিছু রয়েছে।
বে আমি আমার ব্লগিং অভিজ্ঞতা থেকে বলছি স্যান্ডবক্স একটি শব্দ মাত্র। মূলত গুগল আপনার কন্টেন্টগুলি এবং আপনার ডিজিটাল এর ধরন গুলোর উপরে রিচার্জ করে প্রথম ৬ থেকে ১ বৎসর, আপনার কন্টেন্ট গুলি ভালো হলে আপনার সাইটকে রেংকিং দিয়ে থাকে প্রথমদিকে।
তাই গুগল থেকে বেশি পরিমাণে ভিজিটর পেতে আপনাকে অবশ্যই ভাল ভাল কনটেন্ট লিখতে হবে এবং প্রথম দিকে চেষ্টা করবেন কম কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড সম্পর্কে লেখবেন তত ভালো হবে এবং আপনার ভিজিটর অর্গানিক আস্তে আস্তে গ্রো করবে।
গুগল স্যান্ডবক্স থেকে বের হয়ে আসার জন্য কি করতে হবে?
রেগুলার পাবলিশ করতে থাকলে তিন থেকে ছয় মাসের মধ্যে গুগল স্যান্ডবক্স থেকে বের হয়ে আসবে। এবং আপনার লেখাগুলো গুগলের সার্চ করে লোকেরা পাওয়া শুরু করবেন আপনার সাইটের ভিজিটর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে।
কোন কোন সময় একটি নতুন ব্লগ থেকে টাকা আয় করার জন্য একজন ব্লগারের এক বছর সময় চলে যায়। আশাকরি আপনারা বুঝতে পেরেছেন তাই ব্লগিং শুরু করেছেন অবশ্যই ধৈর্য ধরুন এবং নিয়ম মেনে কনটেন্ট লিখুন।
ভালোভাবে সাইটের SEO করুন, অনপেজ এবং অফ পেজ এর উপর গুরুত্ব দিন। নিজেকে সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ রাখুন, আপনি ব্লগিং সম্পর্কে জানতে পারবেন এবং ব্লগিং থেকে টাকা আয় করতে পারবেন।
যেকোনো একটি ক্ষুদ্র ভুল ও একজন ব্লগারের ক্যারিয়ার ধ্বংস করতে পারে।
তবে যারা সচেতন ব্লগার তারা ব্লগ থেকে টাকা আয় করার জন্য একাধিক উপায় বেছে নেয়। যারা ব্লগ থেকে টাকা আয় করার জন্য একাধিক উপায় বেছে নেয় তাদের ব্লগিং ক্যারিয়ার ধ্বংস হওয়ার সম্ভাবনা খুবই কম।
আশাকরি আপনি ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়গুলি সম্পর্কে জানতে পেরেছেন। ব্লগ থেকে কত পরিমান ভিজিটরে কি পরিমাণ আয় করা যায় এসব সকল বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
এই বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের টিউমেন্ট করে জানান। ধন্যবাদ।
আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/