ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করুন [পর্ব-০২] :: বানানো ওয়েবসাইটটিতে কিভাবে অ্যাড বসাবেন

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

আসসালামুআলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের কাছে নতুন কোন টপিক নিয়ে আসেনি। কারণ এর আগে টপিকের এটি দ্বিতীয় পর্ব। আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করবেন, তাও আবার ফ্রিতে। আমি ওই পর্বে বলেছিলাম যে আমার দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনি আপনার বানানো ওয়েবসাইটটি থেকে ইনকাম করবেন। তার জন্য আমি এই আর্টিকেলটি লেখা শুরু করলাম। সবাই ধৈর্য্য ধরে পুরো আর্টিকেলটি পড়তে থাকেন। অবশ্যই অনেক উপকৃত হবেন আর। যে কথাটি আমি প্রত্যেকটা টিউনে বলে থাকে। মানুষ মাত্রই ভুল। তাই আমারও ভুল হতে পারে। যদি এই আর্টিকেল লেখার সময় আমার কোন ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলুন শুরু করা যাক।

তো বন্ধুরা আমরা জানি, কোন ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে ইনকাম এর প্রধান উৎস হল অ্যাড নেওয়া। আমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইট কিংবা অ্যাপসে এড বসালে যে ওয়েবসাইট থেকে আমরা এড দিয়েছি ওই ওয়েবসাইটে আমাদের টাকা দেয়। আমাদের ইনকাম আসলে এভাবে হয়। কিন্তু এখন কথা হল আমরা কোন ওয়েবসাইট থেকে এড নেব? এবং কিভাবে আমাদের ওয়েবসাইটে সেই একটি বসাবো?এবং কিভাবে টাকা তুলব?সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব সবাই ধৈর্য ধরে আর্টিকেলটি পড়তে থাকেন আমি পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি।

১. আমরা যে ওয়েবসাইটে থেকে এড নেব সেটি বর্তমানে 2021 সালের সবচেয়ে বিশ্বস্ত একটি ওয়েবসাইট। যেটি 100 % নিশ্চয়তার সাথে পেমেন্ট করে আসছে। আপনি এই ওয়েবসাইটটি থেকে টাকা পেমেন্ট নিতে পারবেন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি নিয়মে। ওয়েবসাইটের নাম হল http://www.adstoob.com এখন কথা হল কিভাবে নেব? কিভাবে এড বসাবো? এড নেওয়ার জন্য প্রথমে আপনাদের যা করতে হবে তা, হল প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনি ওয়েবসাইটটিতে লগিন করবেন। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন।

২. তারপর একটু নিচে আসবেন লেখা থাকবে sites। এ লেখায় ক্লিক করবেন।

৩. তারপর আপনাকে বলবে add your web-site. আপনি ঐখানে ক্লিক করবেন।

৪. তারপর আপনার ওয়েবসাইটের ইউজারনেম এবং পাসওয়ার্ড সেখান দিয়ে দেবেন। তারপর ওকে করে দেবেন।

৫. তারপর একটু নিচে দেখতে পাবেন লেখা থাকবে ad code। ওইখানে ক্লিক করবেন এবং ওইখানে আপনি ব্যানার এড কোড নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন।

৬. তারপর নিচে দেখবেন একটি বক্স আছে। ওই বক্সে একটা লিংক থাকবে ওই লিংকটি আপনি কপি করে নেবেন।

৭. এখন ওই লিংকটি আপনাদের বানানো ওয়েবসাইটটিতে বসিবেন। এর জন্য আপনারা  যে ওয়েবসাইটে বানিয়েছিলাম ওয়েবসাইটটিতে যাবেন। তারপর ওয়েবসাইটের প্যানেলে যাবেন। প্যানেলে যাওয়ার জন্য ওয়েবসাইট এর উপরে দেখবেন লেখা থাকবে panel। এই অপশন ক্লিক করবেন।  তারপর প্রথমে দেখতে পাবেন এইচটিএমএল কোড নামের অপশন থাকবে।

৮. ঐখানে ক্লিক করে আপনি ওই যে লিংকটা কপি করেছিলেন ওই লিংকটি এখানে পেস্ট করে দেবেন। তারপর ওকে করে দেবেন।

৯. এখন আবার আপনার ওয়েবসাইটে যাবেন, দেখবেন আপনার ওয়েব সাইটে এড শো করছে।

এখন আপনি আপনার ওয়েবসাইটে নিয়মিত টিউন করবেন। লোকজন আপনার পোস্টগুলো পড়বে আপনার ওয়েবসাইটে আসবে তারপর যদি কেউ ওই এডে ক্লিক করে তাহলে আপনার adstoob.com ওয়েবসাইটটিতে টাকা জমা হবে ওয়েবসাইট থেকে 15 টাকা হলে আপনারা রিচার্জ নিতে পারবেন। যদি এক ডলার হয় তবে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

তো এখন যারা এখনো যারা ওয়েবসাইট বানাননি তারা অবশ্যই সেখানে গিয়ে ওয়েবসাইট বানিয়ে, অ্যাড নিয়ে ইনকাম শুরু করে দেন।

আশাকরি এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আর্টিকেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। যেন আমি উৎসাহ পেয়ে আরও আর্টিকেল লেখার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকবেন। আর যদি আর্টিকেলস সম্পর্কে কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটি টিউমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপডেট করেছি ।আবার রিভিউ করেন

নির্দেশনা [০৪]

প্রিয় ট্রাস্টেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের ‘টিউন থাম্বনেইল’ এর শিরোনাম সঠিক হয়নি।

করণীয়:

টিউনের ‘টিউন থাম্বনেইল’ এর শিরোনাম হিসেবে নিচে উল্লেখিত শিরোনামটি সেট করুন:

“ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করুন [পর্ব-০২]”

আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।