আশাকরি ভালো এবং সুস্থ রয়েছেন। আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ টিউন। যা সম্পর্কে আপনারা টাইটেল দেখেই বুঝে ফেলেছেন, তা হলো এইচটিএমএল। কিছু দিন আগে আমি ওয়েব ডেভেলপার হওয়ার গাইডলাইন নিয়ে একটা টিউন করেছি। তাই ভাবলাম ধারাবাহিকভাবে সেই সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। আর সেজন্যই আজকের এই টিউনটি নিয়ে হাজির হয়েছি। আশা করি পরিবর্তি টিউনগুলোর জন্য পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
বর্তমানে অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি ভালো মানের কাজ। যা শিখার মাধ্যমে আপনি অনলাইনে একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট শিখার চিন্তা মাথায় আসলে প্রথমেই বলতে হয় এইচটিএমএল সম্পর্কে। কারণ বর্তমানে এইচটিএমএল ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন করা কল্পনাও করা যায় না। ওয়েবের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। আর এইচটিএমএল শিখলেই তো হবে না, জানতে হবে ইতিহাস সম্পর্কে, কেন এর গুরুত্ব অনেক। এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো।
এইচটিএমল কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি হলো একটি মার্ক আপ ল্যাংগুয়েজ। যার মাধ্যমে একটি ওয়েব পেজের মার্ক আপ করা হয়। অর্থাত এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব সাইটটি কি ধরনের হবে তার আকৃতি তৈরি করা হয়। অনেক্ষন তো এইচটিএমএল বলে যাচ্ছি, এবার জেনে নিই এর পূর্ণরূপ। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে: Hyper Text Markup Language। সব ল্যাংগুয়েজেরই নির্দিষ্ট সিনট্যাক্স রয়েছে, আর এইচটিএমএল এর সিনট্যাক্স ট্যাগ দ্বারা প্রকাশ করা হয়। এইচটিএমএল এর ট্যাগ গুলোকে লাইন বাই লাইন লিখতে হয়, এবং তা ওয়েব পেজে দেখা যায়।
এতক্ষন তো এইচটিএমএল এর পরিচিতি জেনেছি। এবার জেনে নিই এইচটিএমএল এর ইতিহাস সম্পর্কে।
এইচটিএমএল ১৯৮৯ সালে প্রথম বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। তারপর ১৯৯০ সালে বার্নার্স-লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইঞ্জিনিয়ার যৌতভাবে মিলে এইচটিএমএল তৈরি করেন। আর এভাবে এইচটিএমএল এর কাজ করতে করতে এখন বাজারে রয়েছে এইচটিএমএল ৫। যার মাধ্যমে ওয়েব পেজের অনেক সুন্দর কাজ করা যায়।
ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন দুটো ক্ষেত্রেই এইচটিএমএল এর গুরুত্ব অনেক। তাই এটা সঠিক ভাবে শিখাও অনেক জরুরি। কিন্তু তা নিয়ে চিন্তা করার কিছু নেই কারন এইচটিএমএল কোন কঠিন বিষয় নয়। তাই আপনি ইউটিউবে এইচটিএমএল সম্পর্কে সার্চ দিয়ে সহজেই শিখে ফেলতে পারবেন। অথবা আপনি চাইলে w3school এই ওয়েব সাইটে গিয়ে সহজে এইচটিএমএল শিখতে পারবেন।
আজকের জন্য এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তি বিষয় গুলো নিয়েও আলোচনা করবো। আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।