মাত্র ০৪ ঘন্টায় শিখুন ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ট্রেন্ডিং একটি টপিকস। ওয়েব ডিজাইন শেখাটা সহজ নয়, বেশ কঠিন বটে। আশাকরি কোন রকম কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই যে কোন সাইটের ডিজাইন করতে সক্ষম হবেন। এই ভিডিও দেখবার পর মার্কেটপ্লেসে প্রফেশনালী ওয়েব ডিজাইনার হতে হলে তখন আপনার  কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে বেশি বেগ পেতে হবেনা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টিউমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক

তো চলুন দেখে নেওয়া যাক

Level 0

আমি সৈয়দ মেহবুব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মেহবুব , ভালবাসি ইন্টারনেট , প্রযুক্তি , লেখালেখি , আর বাংলার প্রকৃতির শোভার সাথে থাকতে । আশা করি আমার লেখা বা টিউনগুলো আপনাদের ভালো লাগবে । এক্সপার্ট বা মহাজ্ঞানী যেহেতু নই প্রচুর ভুল পাবেন আমার টিউনে , তাই সুন্দর ভাষাতে ভুল ধরিয়ে দিয়ে লাগাতার টিউন করতে উৎসাহ দেবেন ।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুভ সুন্দর টিউন। ভাই আমি http://www.filetheme.com থেকে থিম ডাউনলোড করে সেই গুলো দিয়ে শিখছি। কিন্তু এগুলোতে লাসেন্স নাই। তবে সব ফাংশন আসে। এই থিম গুলো দিয়ে ওয়েবসাইট বানালে কি রকম শিক্ষা গ্রহন করা সম্ভব? আর এইগুলো কি বায়ার কে বানায় দেওয়া যাবে।

    অসংখ্যা ধন্যবাদ মোশারফ ভাই // আপনি filetheme.com থেকে থিম ডাউনলোড করে শিখছেন সমস্যা নেই //আর আমার টিউটোরিয়াল এ বার বার বলেছি আমার এ টিউটোরিয়াল দিয়ে আপনি রেডি থিম দিয়ে html css জ্ঞান ছাড়াই সাইট ডিজাইন ও ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন // কিন্তু html css আপনার যদি শেখা না থাকে তাহলে আপনি বায়ার এর ইচ্ছামত যে কোন ডিজাইনের সাইটের কপি করতে পারবেন না , উদাহরণ প্রসঙ্গে বলি , ধরুন আপনকে একজন বললো টেকটিউনসের মত তার সাইটের ডিজাইন করে দিতে হবে , কিন্তু আপনি পারবেননা ,, আপনি পারবেন তখন যদি আপনার কাছে টেকটিউনসের থিমটা থাকে ,, আমার টিউটোরিয়ালের স্বল্পতা এটুকুই

ডোমেইন কেনা থেকে হোস্টিং সেটআপ থেকে শুরু করে সাইট ডিজাইন পর্যন্ত সবগুলো ভিডিও মিলে ০৪ ঘন্টা , যর পুরো লিংক এখানে https://www.youtube.com/user/mehbubify/playlists

০২ ঘন্টায় শিখুন এসইও লিংক এখানে https://www.youtube.com/watch?v=jwSj6MCs5gY