Bootstrap Studio – Bootstrap Framework ব্যবহার করে রেস্পন্সিভ ওয়েবসাইট তৈরি করার পাওয়ারফুল সফটওয়্যার

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন  সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

রেস্পন্সিভ ওয়েব সাইট তৈরি করা একটু কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটি আপনার জন্য সহজ করে দিচ্ছে ছোট্ট একটি টুলস যার নাম "Bootstrap Studio"। যা বানানো হয়েছে রেস্পন্সিভ ওয়েব সাইট  তৈরি এবং টেস্ট করার জন্য।

ডেভলপারস, ডিজাইনারস,  এবং যারা ওয়েব ডেভেলোপমেন্ট এর কাজ করেন বিশেষ করে তাদের জন্য। এবং এটি সব অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স) সাপোর্টেড। নিচের ভিডিও থেকে একটু সর্ট রিভিউ দেখে নিতে পারেন, ফলে আপনি অল্পতেই বুঝে যাবেন এই অসাধারণ টুলস সম্পর্কে। এছাড়াও অফিসিয়াল ওয়েব সাইট থেকে সফটওয়্যার এর ডেমো ব্যবহার করেও দেখতে পারেন।

আমি এর আগে আমি রেস্পন্সিভ ওয়েব সাইট তৈরি করার জন্য অসাধারণ ব্রাউজার Polypane এবং Sizz নিয়ে আলোচনা করেছি তা দেখতে এখানে ক্লিক করুন (Polypane) এবং এখানে ক্লিক করুন (Sizzy)

 

 

Bootstrap Studio কি?

Bootstrap Studio হচ্ছে এমন একটি পাওয়ার-ফুল ডেক্সটপ সফটওয়্যার যার মাধ্যমে একজন ওয়েব ডেভেলোপার সহজেই রেস্পন্সিভ ওয়েব ডেভেলোপ করতে পারবেন। এই সফটওয়্যারটি প্রচুর সংখ্যক বিল্ট-ইন Bootstrap কম্পোনেন্ট দিয়ে তৈরি, যেটা ব্যবহার করে আপনি সহজেই রেস্পন্সিভ ওয়েব পেইজ ডেভেলোপ করতে পারবেন, আপনাকে শুধু প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলোকে ড্র্যাগ এবং ড্রপ করে বসাতে হবে। আর এই সফটওয়্যারটি জনপ্রিয় সব বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক যা ওয়েব ডেভেলোপার'রা সচারচর ব্যবহার করে থাকেন সেই গুলোর সমন্বয় করে তৈরি করা হয়েছে।

Bootstrap Studio

অফিসিয়াল ওয়েবসাইট @ Bootstrap Studio

BS এর ইন্টারফেস

Bootstrap Studio সফটওয়্যারে সহজ, সুন্দর এবং শক্তিশালী ইন্টারফেস রয়েছে, এটা ব্যবহার করা এত সহজ যে আপনি শুধু Bootstrap কম্পোনেন্ট গুলিকে ড্রাগ এবং ড্রপের মাধ্যমে ওয়েব পেইজ এ বসাতে হবে। এটি এমন একটি অসাধারণ এবং পারফেক্ট টুলস যা আপনারা ব্যবহার না করলে বুঝবেন না, আর এর মাধ্যমে আপনি খুবই দ্রুত রেস্পন্সিভ ওয়েব সাইট তৈরি করতে পারবেন অনায়াসে।

অসাধারণ সুন্দর সব টেম্পলেট

Bootstrap Studio রয়েছে অসাধারণ সব প্রিমিয়াম রেস্পন্সিভ টেম্পলেট যা আপনি আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। প্রতিটি টেমপ্লেটে রয়েছে একাধিক পেইজ এবং উইজেট যা আপনাকে নিখুঁত রেস্পন্সিভ ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে।

দারুন সব কম্পোনেন্ট

Bootstrap Studio সফটওয়্যারে রেস্পন্সিভ ওয়েব পেইজ তৈরির জন্য প্রচুর সংখ্যক সুন্দর বিল্ট-ইন কম্পোনেন্ট  দিয়ে তৈরি করা যেমন: হেডার্স, ফুটার্স, গ্যালারী, স্লাইড-শো এবং এমনকি স্প্যান এবং ডিভসের মতো বেসিক ইলিমেন্ট গুলো রয়েছে এই সফটওয়্যারে। এছাড়াও আরও অনেক কম্পোনেন্ট রয়েছে যেমন: Smart Drag & Drop,  Create Your Own Components,  Online Library,  Linked Components ইত্যাদি। নিচ থেকে কিছু নমুনা দেখুন।

রিয়েল টাইম প্রিভিউ

Bootstrap Studio সফটওয়্যারে প্রিভিউ নামে একটি পাওয়ার-ফুল ফিচার রয়েছে। যার সাহায্যে আপনি একাধিক ওয়েব ব্রাউজারে এবং ডিভাইসে আপনার ডিজাইন করা ওয়েব সাইট ওপেন করতে পারবেন এবং Bootstrap Studio সফটওয়্যারে এর মাধ্যমে করা প্রতিটি পরিবর্তন তাৎক্ষণিক সকল ব্রাউজার এবং ডিভাইসে প্রদর্শিত হবে।

কোড এডিটিং

আপনি ওয়েব ডেভেলোপমেন্ট করার সময় এমন কিছু জিনিসের সম্মুখীন হবেন, যে তখন ড্রাগ এবং ড্রপ ফিচার এর ব্যবহার করার চেয়ে কোড এডিট বেশি কার্যকর হবে। আর এই কারণেই Bootstrap Studio সফটওয়্যারে আপনার যখন প্রয়োজন হবে তখন ওয়েব পেইজ থেকে ম্যানুয়ালি এডিট করতে পারবেন।

এছাড়াও আপনি CSS, SASS, JavaScript এবং HTML ফাইল গুলি Bootstrap Studio সফটওয়্যারে ইম্পোর্ট এবং এডিট করতে পারবেন অনায়াসেই। এছাড়াও আরও অনেক এডিটিং ফিচার রয়েছে যেমন: Advanced CSS and SASS Editors,  JavaScript Editing,  HTML Editing,  Import Existing Websites ইত্যাদি।

অতিরিক্ত আরও ফিচার

Bootstrap Studio সফটওয়্যারে রয়েছে আরও অতিরিক্ত ফিচার যা আপনার কাজের গতিকে আরও বহু গুনে বৃদ্ধি ও আরও ইফেক্টিভ পদ্ধতিতে ওয়েব সাইট ডেভেলোপ করতে সাহায্য করবে। নিচে এক এক করে সবগুলো ফিচার নিয়ে আলোচনা করা হল।

Bootstrap 3 এবং 4 এর জন্য তৈরি

Bootstrap Studio সফটওয়্যার জানে কীভাবে একটি ভ্যালিড Bootstrap পেইজ  তৈরি করতে হবে এবং এর জন্য সকল HTML কোড বা ট্যাগ ব্যবহার করতে হবে তাও এই সফটওয়্যার এর জানা কেননা, এই সফটওয়্যারে সকল রিসোর্স আগে থেকেই বিল্ট-ইন ভাবে সেট করা আছে।

ওয়ান ক্লিক পাবলিশিং

আপনি আপনার ডিজাইন করা ওয়েব সাইটটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট হিসাবে এক্সপোর্ট করতে পারবেন, অথবা Bootstrap Studio সফটওয়্যার এর Next Gen Hosting Platform ব্যবহার করে এক ক্লিকে আপনার ওয়েবসাইট  প্রকাশ করতে পারবেন অনায়াসেই। এছাড়াও এই সফটওয়্যার HTTPS, Custom Domains, Passkeys ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে! প্রদান করে থাকে।

গ্রিড টুলস

বুটস্ট্র্যাপ গ্রিডের মাধ্যমে কাজ করার জন্য Bootstrap Studio সফটওয়্যারটি তে রয়েছে বিশেষ টুলস। যার ফলে সহজেই আপনি কলাম তৈরি, রিসাইজ, এবং অফসেট কলাম করতে পারবেন এবং রেস্পন্সিভ ভিজিবিলিট ক্লাস গুলো অ্যাপ্লাই করতে পারবেন অনায়াসেই।

স্মুথ অ্যানিমেশন

Bootstrap Studio সফটওয়্যারটি তে, স্মুথ CSS অ্যানিমেশনগুলি তৈরি করতে পারবেন যা যেকোনো ব্রাউজার থেকে স্ক্রোল বা হোভারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যার এর রয়েছে অসাধারণ Parallax টুলস যার মাধ্যমে আপনি যেকোনো ইমেইজ এর ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন।

গুগল ওয়েবফন্টস

Bootstrap Studio সফটওয়্যারটি গুগল ওয়েবফন্টের সাথে ইন্ট্রিগ্রেট করা আছে, ফলে আপনি আপনার কালেক্টশনে থাকা সকল ফন্টগুলি সহজেই ইম্পোর্ট ও ম্যানেজ করতে পারবেন। এমনকি Bootstrap Studio সফটওয়্যার এর CSS এডিটরে  Font family নামগুলি অটোমেটিক্যালি সাজেশনে দেখাবে ফলে আপনাকে আর কষ্ট করে ফন্ট খুঁজতে হবে না।

প্রোডাক্টিভিটি ফিচার

Bootstrap Studio সফটওয়্যারটিতে রয়েছে অসংখ্য কীবোর্ড শর্টকাট, আর এই শর্টকাট ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার কাজের গতি বহুগুণে বৃদ্ধি করতে পারবেন ফলে আপনি আপনার প্রজেক্ট ইফিশিয়েন্টলি শেষ করতে পারবেন।

থিমস এবং আইকন

Bootstrap Studio সফটওয়্যারটি তে রয়েছে অনেক গুলি বিল্ট-ইন Bootstrap থিম, আইকন ফন্ট, টেম্পলেট এবং কম্পোনেন্ট রয়েছে, যা ব্যবহারের ফলে আপনি সুন্দর এবং ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন।

সবসময়ই আপডেট

Bootstrap Studio সফটওয়্যারটির আপডেট আশা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় যাবে, আর এর ফলে আপনাকে আর কষ্ট করে আপডেট আসছে কিনা চেক করা লাগবে না এবং আপনি সব সময় সর্বশেষ ভার্সন ব্যবহার করবেন কোন রকম আপডেট চেক না করেই।

Bootstrap Studio সফটওয়্যারটি প্রতি মাসে নতুন আপডেট রিলিজ করে নতুন ফিচার, কম্পোনেন্ট এবং ইম্প্রুভমেন্ট ইত্যাদি যুক্ত করে সফটওয়্যারটিকে আরও উন্নত করে থাকে।

Bootstrap Studio প্রাইসিং

Bootstrap Studio সফটওয়্যারটি হচ্ছে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যা আপনি সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনও মাসিক ফি, ব্যবহারের সীমা বা চলমান ফি নেই। আপনি যদি এই সফটওয়্যারটি একবার কিনেন তাহলে আপনি চিরদিনের জন্য এর মালিক হয়ে যাবেন। নিচ থেকে এর প্যাকেজ সমূহ এক নজরে দেখে নেই।

শেষ কথা

Bootstrap Studio হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি সহজেই Bootstrap framework ব্যবহার করে রেস্পন্সিভ ওয়েবসাইটগুলি তৈরি করতে পারবেন। এবং এই সফটওয়্যারে আছে বিল্ট ইন ফিচার যেমন: Bootstrap 3 এবং 4, 5 এর জন্য তৈরি, ওয়ান ক্লিক পাবলিশিং, গ্রিড টুলস এবং আরও অনেক কিছু। এই সমস্ত ফিচার ব্যবহার করে, আপনি আগের থেকে অনেক বেশি কাজ, অনেক দ্রুত শেষ করতে সাহায্য পারবেন অনায়াসেই।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস