ওয়েব ডিজাইন শিক্ষার জন্য আপনাকে সর্ব প্রথম জানতে হবে HTML and CSS। HTML দ্বারা একটি ওয়েবসাইটের নকশা করা হয় এবং CSS দ্বারা ঐ নকশার রঙ করা হয়। ধরুন আপনি যদি একটি বাড়ী বানাতে চান তাহলে আপনার বাড়ীর কয়টা রুম হবে কোথায় বারান্দা থাকবে তা কিন্তু আপনি আগেই নকশা করেন
এবং সেই অনুযায়ী বাড়ীর কাজ শেষ করার পর বাড়ীর সুন্দর্য্য বর্ধনের জন্য প্লাস্টার করেন, রঙ করেন। মূলত প্লাস্টার ও রঙ এর কাজ টি করা হয় CSS দ্বারা এবং বাড়ীর নকশা করার জন্য HTML ব্যবহার করা হয়। আরো কি জানতে চান তা কমেন্টস বক্সে লিখুন। ধন্যবাদ
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
nice