আপনার সাইটের জন্য ডোমেইন নাম হল একটি অদ্বিতীয় নাম। এই নামটাই আপনার সাইটের মুল ঠিকানা হবে। সাইটের মুল পাতাটি (হোম পেজ) সাধারনত ডোমেইন নামে অবস্থিত। যেমন আমাদের এ সাইটটির ডোমেইন নাম cloudserverbd.com
এই নামটি নিবন্ধন করে নিতে হবে, নিবন্ধন করার সাথে সাথেই ঐ সাইটের সকল তথ্য এবং আইপি এড্রেস DNS(Domain name System) Server এ সংরক্ষিত হয়ে যায়। শেষে যে শব্দটি থাকে যেমন.com, .net, .org ইত্যাদি এগুলো নিজের ইচ্ছামত ঠিক করতে পারেন-সাধারনত কোম্পানি হলে.com, অর্গানাইজেশন হলে.org এভাবে নিয়ে থাকে।
** ডোমেইন নাম নিবন্ধনের অনেক কোম্পানি আছে, প্রতিটি ডোমেইন নামের জন্য সাধারনত ১০ - ১৫ ডলার (৮০০ - ১৫০০ টাকা) দিতে হবে বছরে। যদি.com.bd এরুপ ডোমেইন নেন তাহলে ২৫০০ টাকার মত খরচ হবে বছরে কারন.bd এর জন্য BTCL কে ১০০০ টাকার মত দিতে হয়।
** ডোমেইন নাম ঠিক করার সময় অবশ্যই এরুপ নাম নিবেন যেটা উচ্চারন সহজ, অর্থপূর্ন, অল্প শব্দে হয়। এছাড়া.com ডোমেইন নিলে আরেকটা সুবিধা হচ্ছে নাম লিখে Ctrl+Enter দিলে সাইট open হয়। যেমন ব্রাউজারের এড্রেসবারে "webcoachbd" লিখে Ctrl+Enter দিন তাহলে http://www., .com এসব আর টাইপ করতে হবেনা।
**.com, .org, .net, .biz, .edu ইত্যাদি টপ লেভেল ডোমেইন। এছাড়া অনেক ফ্রি ডোমেইন আছে যেমন, .tk, .nf, .name ইত্যাদি।
এটার জন্য রেজিস্ট্রেশন করতে হবেনা, ডোমেইন নাম রেজিস্ট্রেশন করলেই DNS Server এ সাবডোমেইন তৈরী করা যায়। কয়েকটি সাবডোমেইনের উদাহরন
cPanel দিয়ে সাবেডোমেইন তৈরী
cPanel বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোল প্যানেল, হোস্টিং একাউন্ট ম্যানেজমেন্টের জন্য। cPanel দিয়ে সাবডোমেইন তৈরী খুব সহজ, এজন্য লগিন করুন এরপর "Domain" বিভাগ থেকে "Subdomains" লিংকে ক্লিক করলে নিচের মত ফর্ম আসবে
"Subdomain" টেক্সটবক্সে যে নাম দিবেন সেটাই হবে সাবডোমেইন যেমন আমি "examples" দিয়েছি এখন পুরো ঠিকানাটি হবে http://www.examples.cloudserverbd.com
এখন এই ঠিকানা ব্রাউজারে টাইপ করলে আপনার সাইটের রুটে তথা public_html (লিনাক্স হোস্টিং যদি হয়) "examples" নামের ফোল্ডারে (ডিরেক্টরিতে) যা রাখবেন সেটাই একসেস করবে।
** cPanel এ লগিন করে "File" বিভাগ থেকে "File Manager" লিংকে গেলে public_html এ যেকোন নামে ডিরেক্টরি তৈরী করা যায়। "Subdomain" টেক্টবক্সে যে নাম দিবেন একই নামে ফোল্ডারটি তৈরী করতে হবে।
** আপনি যে হোস্টিং প্যাকেজ কিনবেন সেটাতে ঠিক করা থাকবে কতটি সাবডোমেইন আপনি তৈরী করতে পারবেন। বছরে ২/৩ হাজার টাকা দিয়ে যে প্যাকেজগুলি আমরা কিনি সেগুলিতে সাধ্যারনত ২/৩ টির বেশি সাবডোমেইন তৈরী করতে দেয়না। এমনকি একটাও না থাকতে পারে। কাজেই হোস্টিং কেনার আগে জিজ্ঞেস করে নিবেন "কয়টা সাবডোমেইন তৈরী করা যাবে?"
আমি ক্লাউড সার্ভার বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 39 টিউনারকে ফলো করি।
I am a full time online Domain Hosting provider, Web Design expart Owner of CloudServerBD.Com