শিরোনাম পড়ে বুঝতে পেরে গেছেন কি ধরনের আলোচনা করতে চলেছি বর্তমানে আমরা আনেকে Firefox তে add-on লোড করার সুবিধায় বিশ্বকাপের গরমাগরম গবর জানতে পারছি কিন্তু যারা Firefox ব্যবহার করেন না কেমন হবে যদি আপনার ব্লগে বা সাইটে গরমাগরম খরব জানানো যায় যেমন আমি করেছি এখনে ।
এর জন্য বেশী কিছু করতে হবে নিচের ছবি গুলি লক্ষ্য করলে বুঝতে পারবেন।
প্রথমে এই সাইটে যান - http://www.vcricket.com/ ও Put our live scorecard on your website / blog লেখার উপর ক্লিক করন।
মাউসের wheel টি ঘুরিয়ে পেজটিকে নিচে নামন ও নিচের ছবিটি দেখতে পাবেন
প্রথম বার এসেছেন তাই স্বাভাবিক ভাবে আপনার কাছে Developer key নেই তাই নিচে Dont have one? get it from here লেখার উপর ক্লিক করুন ।
এবার আপনার সাইটের বা ব্লগের Domain Name টি দিন (আমার ক্ষেত্রে যেমন - http://www.kmsaifullah.tk/ ) ও Add এর উপর ক্লিক করুন{
এবার এখানে একটা কোড আপনাকে দেবে
এবার কোডটি কপি করে Developer key তে দিয়ে দিন
এবার আপনার সাইটে যে রকমের সাইজে স্কোর কার্ডটি দেখাবেন সেটি সিলেক্ট করুন
এবার আপনি কোন দেশের খেলার স্কোর দেখাবেন সেটা সিলেক্ট করুন একটা নিদিষ্ট দেশ বা সব দেশ সিলেক্ট করতে পারেন
এবার শুধু Generate the Code এর উপর ক্লিক করুন ও কোড টি কপি করে রেখে দিন।
এবার আপনার সাইট বা ব্লগে চিপকানোর পালা , আমার ক্ষেত্র ব্লগার তাই ব্লগার দিয়ে দেখালাম লগ ইন করে ডিজাইন সিলেক্ট করুন ও Add a gadget এর উপর ক্লিক করুন।
আসা উইন্ডোতে HTML\ Java Script সিলেক্ট করুন।
ও আপনার কপি করি কোডটি দিয়ে দিন এবার Add করে দিন।
ব্যস কাজ শেষ ভাল না লাগলে বলবেন। আর ভালো লাগলে তো ...............
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
ভাল লাগল ধন্যবাদ। সামনে আরও ভাল টিউন চাই আপনার কাছ থেকে।