অনেক কারনেই আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি, এর জন্য অবশ্য মেইলের মাধ্যমে আইডি অথবা মেইল এড্রেস দিয়ে পাসওয়ার্ড ফিরে পাওয়া যায়। যদি মেইল আইডি ভুলে গিয়ে খাকেন তাহলে আপনার কি হবে? ভয়ের কিছু নেই! মেইল আইডি ছাড়াও আপনি আপনার পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। এর জন্য আপনার হোষ্টিং এর আইডি শেষ ভরসা। কিভাবে পাবেন আমি আজ সেই বিয়য়ে বলবো।
প্রথমে আপনার হোষ্টিং সার্ভার এ লগিন করুন , phpmy admin এ যান , এখান থেকে আপনার ব্লগের ব্যবহারকৃত ডাটাবেজটি সিলেক্ট করুন।
[ বি:দ্র: ডাটাবেজ এর নাম ভুলে গিয়ে থাকলে ফাইল-জিলা দিয়ে আপনার ব্লগের সার্ভার এ লগিন করুন , আপনার ব্লগের রুটে প্রবেশ করুন এবং wp-config.php ফাইলটি ডাউনলোড করুন, এটি নোটপ্যাড দিয়ে অপেন করুন define('DB_NAME', 'XXXX'); এই কোডটি খুজুন এই XXXX কোডটি আপনার ব্লগের ব্যবহারকৃত ডাটাবেজ (ফাইল-জিলা এর ব্যবহার জানতে এই পোষ্টটি পড়ুন ) ]
একদম শেষে wp-users আছে সেটি খুজুন (চিত্রে লাল রঙে আটকিয়ে দেখানো হয়েছে)
wp-users এর ডানে ভিউ বাটনে ক্লিক করুন (চিত্রে লাল রঙে আটকিয়ে দেখানো হয়েছে)
আইডি এর ইডিট বাটনে ক্লিক করুন (চিত্রে লাল রঙে আটকিয়ে দেখানো হয়েছে)
এখানে পাসওয়র্ড এর ঘরে md5 Hash String দিতে হবে (চিত্রে কালো রঙে আটকিয়ে দেখানো হয়েছে)
[বি:দ্র: md5 Hash String বানাতে চাইলে এখানে যান
খালি জায়গায় আপনার পাসওয়ার্ডটি লিখুন এবং md5 বাটনে ক্লিক করুন দেখুন নিচে অনেকগুলো কোড দিয়েছে এইগুলিই md5 Hash String ]
এবার md5 Hash String দেয়া হয়ে গেলে goবাটনে ক্লিক করে সেভ করুন। এখন যে পাসওয়ার্ডটি দিয়ে md5 Hash String বানিয়ে ছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ব্লগ এডমিনে প্রবেশ করুন , দেখুন হয়ে গেছে।
কোন সমস্যা হলে জানাবেন
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
বেশ ভাল টিউন । আশা করি করতে গিয়ে কোন সমস্যায় পরবনা।