আপনার ওয়েবসাইট এ যত সুন্দর টিউন ই থাকুক না কেন যদি ভিজিটর ফন্ট প্রবলেম এর কারনে টিউনটি ঠিকমত পড়তে না পারে তাহলে ওই টিউন থেকে খুব বেশি সুফল আশা করতে পারবেন না আপনি। এ জন্য আপনাকে অবশ্যয় ফন্ট এর দিকে মনোযোগ দিতে হবে।
খেয়াল রাখতে হবে, কোন ফন্ট আপনার ওয়েবসাইট এর জন্য ভাল লাগছে, ফন্ট এর সাইজ কত হবে? কালার কি হবে? ইত্যাদি বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বাংলা ওয়েবসাইট এর জন্য একটু বেশি খেয়াল রাখতে হবে। কারণ সব ওয়েবসাইট ডিফল্ট ভাবে ইংলিশ ফন্ট সেটআপ থাকে কিন্তু বাংলা ওয়েবসাইট এর জন্য আলাদা ভাবে বাংলা ফন্ট সেটআপ করে নিতে হয়।
আমি অনেক বাংলা ওয়েবসাইট এ দেখেছি তাদের বাংলা ফন্ট সেটআপ না করার কারণে ঠিকমত তাদের ওয়েবসাইট এর লিখা, পড়া যায়না। এ জন্য ভিজিটাররাও একদিকে তাদের লক্ষবস্ত অর্জন করতে পারে না অন্যদিকে ওয়েবসাইট এর মালিকরাও হারাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ভিজিটার। সবমিলায়ে আলাদা একটা বিরক্তিকর ব্যাপার।
তাই আজকে আপনারদের সামনে আসলাম এই সমস্যা সমাধানের জন্য ছোট্ট একটি ক্ষুদ্র প্রয়াস নিয়ে। আশাকরি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ্। তবে মনে রাখবেন এই টিউনটি কিন্তু নতুনদের জন্য। কারন এডভান্স রা এগুলা আগে থেকেই জানেন।
প্রথমেই বলে রাখি আপনি এই ফন্টটি যে কোন ওয়েবসাইট এই সেটআপ করতে পারবেন, হোক সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ব্লগস্পট ব্লগার ওয়েবসাইট। তবে আমি এখানে আমার ব্লগস্পট ব্লগার ওয়েবসাইট দিয়েই আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ্।
আজকে আমরা যেই ফন্ট টি সেটআপ করবো সেই ফন্ট এর নামঃ SolaimanLipi
এবং যে টেমপ্লেট টি ব্যবহার করেছি, ওইটা ব্লগস্পট এর অফিসিয়াল টেমপ্লেট নামঃ Emporio
Go to Dashboard->TEMPLATE->EDIT HTML-> তারপর কীবোর্ড থেকে CTRL + F চেপে .post-body লিখাটা খুজে বের করুন। এবং নিচের ইমেজ টি লক্ষ করুন, এখানে লাল বর্ডার দিয়ে মার্ক করে দিয়েছি। ওইটুকু ডিলিট করে ফেলুন।
তারপর নিচের কোড গুলি অ্যাড করুন। এজন্য নিচের ইমেজ টি লক্ষ করুন, এখানে লাল বর্ডার দিয়ে মার্ক করে দিয়েছি। ওই লিখা টুকু অ্যাড করুন। তারপর সেভ করুন। কাজ শেষ আলহামদুলিল্লাহ্।
.post-body {
color:#1F1F1F;
display:block;
font-family:SolaimanLipi, Georgia, serif;
font-size:18px;
font-stretch:normal;
font-style:normal;
font-variant:normal;
font-weight:400;
line-height:1.6em;
margin:1.5em 0 2em;
}
আপনি চাইলে, আপনার ইচ্ছেমত ফন্ট সাইজ, কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। এ জন্য সামান্য HTML ও CSS এর বেসিক ধারনা থাকতে হবে।
আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি টিউনটি সুন্দর করার জন্য, এর পরো যদি কার কোন কিছু বলার থাকে তাহলে নিচে টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করে জানাতে পারেন।
আমি আছি: Facebook, Twitter, Linkedin ও Google Plus এ।
ধন্যবাদ।
আমি মধু বিশেষজ্ঞ আলামিন। Founder & CEO, KhatiModhu.com, Kaliganj, Jhenaidah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আলামিন হোসেন। বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ জেলাতে। আমি মধু নিয়ে গবেষণা করতে ও খাঁটি মধু মানুষের মাঝে পৌঁছে দিতে খুব ভালোবাসি। Website: https://khatimodhu.com
নিজের সাইটের প্রচারণার জন্য ভাল পদ্ধতি।