তৈরি করুন আপনার Website এর জন্য Short Mail

কেমন আছেন আপনারা। আশা করি ভালই আছেন।

আমরা বিভিন্ন ওয়েব সাইট দেখি একটি Contact Us নামে পেইজ থাকে। সেই পেইজ দেখা যায় একটি Short Mail থাকে।যেমন –

এই Short Mail টি php  দিয়ে তৈরি করতে হয়। তবে ২টি php file দিয়ে  সহজে এই Short Mail টি আপনি আপনার সাইট এর জন্য বানাতে পারেন।আমি যে ২টি php file আপনাদের সাথে শেয়ার করবো ১. Sendeail  2. Contact । তো এবার শুরু করি কিভাবে Short Mail তৈরি করতে হবে।

প্রথমে একটি HTML পেইজ নিবেন। HTML পেইজ এর Body তে একটি Table নিবেন। Table এর ২টি  কলাম হবে। বাম পাশে কলাম এ আপনি আপনার নাম, মেইল, নাম্বার ইত্যাদি লিখবেন। এবার আসি ডান পাশের কলাম এ, প্রথমে  php এর Contact পেইজ টি Open করবেন।Contact page থেকে

<form …………….  নিচের </form> পর্যন্ত কপি করে ডান পাশের কলাম এ পেষ্ট করে দিবেন। কতটুকু কপি করবেন তা Picture দেখানো হল।

এবার Sendeail file টি ওপেন করবেন, Sendeail file এ আপনার Mail ID টি বসাবেন। Sendeail file এ Mail ID কোথায় বসাতে হবে তা আমি Picture এর মাধ্যমে দেখালাম। এর সাথে আমার Contact Us Page এর Picture দিলাম।

Download Php File

পরবর্তীতে এই ২টি php file আপনার অন্য HTML File এর সাথে UP করে দিবেন। আমি চেষ্টা করেছি সহজ ভাবে বুঝানোর জন্য। যদি ভূল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পর ও সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ভাল থাকবেন।

পূর্ব প্রকাশ

Level New

আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Donnobad.Blogger ba wordpress a kora jabe?

Level New

ধন্যবাদ আপনাকে। না করা যাবে না।

Level 0

ভাই দারুন হইচে, ভাই UP করাটা বুজলাম না।দইয়া করে যদি বিস্তারিত বলতেন খুবি উপকার হত…ধন্যবাদ আপনাকে।

    Level New

    হা হা হা আসলে এভাবে লিখাটা আমার ভূল হয়েছে। UP করা মানে আপনি যখন আপনার হোষ্টিং এ HTML File গুলো Upload করবেন।

vai picture gulo to dekha jai na…….new tab e khulle account suspended ashe.