সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিতি

সি-প্যানেল হলো ওয়েব হোষ্টিং পরিচালনা করার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। ইউনিক্স ভিত্তিক এই সফটওয়্যার ওয়েব সারভার পরিচালনার করার জন্য গ্রাফিক্যাল মাধ্যমে সহজ সমাধান। সরাসরি টেক্সট কমান্ড না দিয়ে সি-প্যানেলের অনেক সহজে কাজগুলো করা যায়। API ভিত্তিক বিভিন্ন ধরনের অনুমোদন নির্ধারন করে দেওয়া যায় যার মাধ্যমে হোষ্টিং প্রদানকারী কোন হোষ্টিং গ্রহনকারীকে ওয়েবসারভারের বিভিন্ন রিসোর্স (হার্ডডিস্কের জায়গা, ব্যন্ডউইথ, ডোমেইন সংখ্যা ইত্যাদি) সমুহ ব্যবহারের মাত্রা নির্ধারন করে দিতে পারে।

লিনাক্স সাপোর্ট করা সহ Apache, PHP, MySQL, Postgres, Perl ইত্যাদি নানান ধরনের সার্ভিসের সাথে যুক্ত হয়ে সি-প্যানেল বেশ সুবিধাজনক একটি ওয়েব সফটওয়্যার। সি প্যানেলের সাথে অনেক ধরনের এডনস যুক্ত হয়ে দিন দিন সমৃদ্ধ করছে একে। আমি মূলতঃ ধারাবাহিকভাবে সি-প্যানেলের টিউটোরিয়াল লেখার চেষ্টা করবো। আশা করি গঠনমূলক আলোচনা করে টিউটোরিয়ালগুলো সমৃদ্ধ করবেন।

হোষ্টিং কেনার সময় বেশ কিছু হোষ্টিং প্রভাইডার সি-প্যানেল ইন্টারফেস প্রদান করে। বিশেষ করে শেয়ার হোষ্টিং কেনার সময় সি-প্যানেলে একটি একাউন্ট ও পাসওয়ার্ড প্রদান করা হয়। নিচে সি-প্যানেলের কয়েকটি অংশের বিবরণ প্রদান করা হলোঃ

ফাইল পরিচালনাঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

ওয়েব সারভারে বরাদ্দকৃত হার্ডডিস্কের জায়াগার ও তার ভেতরের ফাইল আপলোড, ডাউনলোড, অনুমোদন ইত্যাদি নির্ধারন করতে File Manager অংশটি কাজে লাগে। ডিস্কস্প্যাস ও এফটিপি (ফাইল ট্রান্সফার প্রোটকল) একাউন্ট সমুহ দেখা যাবে এখানে।সবগুলো ফাইল ব্যাকআপ নেওয়া বা রিস্টোর করার কাজটি অনেক সহজ করে দেয় এই অংশটি। তাছাড়া ফাইল জিপ, আনজিপ, ইডিট করা সহ বেশ কিছু এপ্লিকেশনও যুক্ত আছে।

মেইলঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

ওয়েবমেইলের সহজ সমাধান এটি। নতুন ওয়েব ঠিকানা তৈরী, ই-মেইল আদান প্রদান, ইমেইল এক্সপোর্ট ও ইমপোর্টের কাজটি অনেক সহজ করে দেয় এই ফিচারটি। ই-মেইল ফরওয়ার্ডিং, সয়ংক্রিয় ইমেইলের জবাব দেওয়াসহ বেশ কিছু আধুনিক সুবিধাও যুক্ত আছে এখানে।

পরিসংখ্যান অংশঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

বেশ কিছু টুল সেটআপ করে সহজেই ব্যান্ডউইথের পরিমাপ, ভিজিটরের বিভিন্ন তথ্য পেতে পারেন খুবই সহজে। ভিজিটর ট্র্যাকিং এর জন্য Awstate আমার প্রিয় একটি টুল।

নিরাপত্তাঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

কোন ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে বন্ধ করে রাখতে পারেন। কোন আইপি থেকে আপনার সারভার প্রদর্শন বন্ধ করতে চাইলেও তার তালিকা করে দিতে পারেন। অন্য ওয়েবসাইট যাতে আপনার সাইটের কনটেন্ট (ছবি/ফ্লাস/ভিডিও ইত্যাদি) ব্যবহার না করে সেই ব্যবস্থা করার সহজ সমাধান এখানে। যারা সি-প্যানেল ব্যবহার করে না তারা সাধারনতঃ সরাসরি .htaccess ফাইলে কিছু কোড যুক্ত করে এই কাজটি করে থাকে।

ডোমেইনঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

সাব ডোমেইন তৈরী করা, নতুন ডোমেইন যুক্ত করা, ডোমেইন পার্ক করা, ডিএনএস জোন সম্পাদনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয় এখানে।

ডাটাবেজঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

ডাটাবেজ তৈরী, পিএইচপিমাইএডমিন ও অন্য কোন সারভার থেকে ডাটাবেজ ব্যবহারের অনুমোদন অথবা অন্য কোন সারভারের ডাটাবেজের সাথে যুক্ত করা সহ বেশ কিছু কাজ এখানে করা হয়।

কাষ্টম সফটওয়্যারঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

সি-প্যানেলের সাথে বেশ কিছু সফটওয়্যার বিনামূল্যে দেওয়া থাকে আবার বেশ কিছু লাইসেন্স করা সফটওয়্যার থাকতে পারে। ভাল কোন হোষ্টিং থেকে সারভার কিনলে বোনাস হিসেবেও বেশ কিছু টুলও পাওয়া যায়।

সারমর্মঃ

সি-প্যানেল টিউটোরিয়ালঃ প্রাথমিক আলোচনা ও ইন্টারফেস পরিচিত

সাইডবারে বেশ কিছু পরিসংখ্যান দেখতে পাবেন। সারভারের কনফিগারেশন ও রিসোর্সসমুহ ব্যবহারের পরিমানও দেখা যেতে পারে।

আজ শুধু মাত্র প্রাথমিকভাবে ইন্টারেফেস পরিচিতি প্রদান করলাম। কিছুদিন পরে হয়তো আরও বিস্তারিত জানাবো। সবাইকে ধন্যবাদ ও মতামত প্রদানের অনুরোধ করে শেষ করছি ধারাবাহিক ওয়েব হোষ্টিং টিউটোরিয়াল।

পোষ্ট সূত্র

বিনামূল্যে ৩০০ মেগাবাইট সি-প্যানেল সহ হোষ্টিং নিতে যোগাযোগ করুন

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউটো ভাই্র অন্য ওয়েবসাইট যাতে সাইটের কনটেন্ট (ছবি/ফ্লাস/ভিডিও ইত্যাদি) ব্যবহার না করে সেই ব্যবস্থা করার জন্য প্রয়োজনিয় নির্দেশনার উপর দু তিন লাইন বলবেন?
ধন্যবাদ।

এটা করার জন্য হট লিংকিং বন্ধ করতে হয়। অথবা .haccess ফাইল ইডিট করেও করা যায়। এ বেপারে কিছু দিন পরেই বিস্তারিত লেখার আশা আছে। আপাততঃ জেনে রাখুন এটা সহজে বন্ধ করতে হলে সি-প্যানেলে Security> Stop Hotlinking থেকে বন্ধ করতে হয়।

apnake thanks die choto korbo na.tar cheo jodi boro kichu thake tobe seta apnake dilam.asa kori continue chalie jaben.amar ai bisoe onek janar asa ache.hoitoba apnar kach thekei jante parbo.

Thanks…. priyo-te…..

ধন্যবাদ সিপ্যানেল নিয়ে টিউটরিয়াল শুরু করার জন্য।
নতুনদের জন্য অনেক কাজে দিবে।

অনেক সুন্দর ও অনেক কাজের টিউন,
অনেক ধন্যবাদ টিউটো ভাই ভাল এই টিউনটি উপহার দেয়ার জন্য।

আমার নিজের ওয়েব সাইটে সি প্যানেল আছে। কিন্তু সমস্যা হল আপনি এই উদাহরণ এ যে স্ক্রীন শট গুলা ব্যবহার করেছেন, আমার সি প্যানেলের থিম আগে এমন ছিল। কিন্তু হঠাৎ করে আর তা খুজে পাচ্ছি না। আছে অন্য একটি থিম। কি ভাবে এই থিমে যেতে পারি বলবেন কি?

Thanks 4 share