ওয়ার্ডপ্রেসে FTP Access সমস্যার সমাধানের পদ্ধতি

আশা করি ভালো আছেন সবাই।
যদি কখন-ও সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিন বা থিম ইন্সটল করার সময়  FTP Access চেয়ে বসে, তবে কি করবো? সরাসরি config ফাইলটি এডিট করুন ও
define('FS_METHOD', 'direct');
এই লাইনটি বসিয়ে দিন। ব্যপারটি যদি পরিষ্কার না হয়, আরও ভালভাবে দেখুন

/**

* For developers: WordPress debugging mode.

*

* Change this to true to enable the display of notices during development.

* It is strongly recommended that plugin and theme developers use WP_DEBUG

* in their development environments.

*/

define('WP_DEBUG', false);

define('FS_METHOD', 'direct');

/* That's all, stop editing! Happy blogging. */

ঠিক আছে? সাধারণত এরকম হয় না, কিন্তু হলে কি আর করা। cPanel হতে File Maneger এ যান। সেখান হতে নির্ধারিত ফাইলটি খুঁজে বের করে তা সেখানেই ওপেন করুন আর প্রয়োজনীয় এডিটিং সেরে নিন,  সেভ করুন। কাজ শেষ!

আমি ওয়ার্ডপ্রেসের 4.0 হতে সর্বশেষ ভার্সন প্রতিটাতেই আমি এটা করে দেখেছি, সুন্দরমত কাজ করে।

ঠিক আছে, ভালো থাকুন সবাই।

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস