আসসালামু আলাইকুম,
আপনাদের ঈদের উপহার তৈরি করতে আমার লেগেছে পুরো একটা সপ্তাহ একটানা পরিশ্রম। ফাকে ফাকে অন্যান্য কাজের মাঝে দাড় করিয়েই ফেললাম আমার এই আনাড়ি ডেভেলপার লাইফের প্রথম এইচটিএমএল ল্যান্ডিং পেইজ টেমপ্লেট।
মূলত সফটওয়্যার ওয়েবসাইটের ল্যান্ডিঙ্গের জন্য তৈরি হয়েছে। অন্য পারপাসে ব্যবহার করতে হলে মডিফাই করে নিতে হবে।
দুঃখের ব্যাপার হল, এটা রেস্পন্সিভ না।
বেশ কিছু ফিচার আছে, সব ফিচার পেতে আপনার অ্যাপাচি সার্ভার থাকতে হবে, কারন এখানে এজ্যাক্স স্ক্রিপ্ট আর পিএইচপি নিয়ে দুইটি বেশ কাজের স্ক্রিপ্ট দিয়েছি।
এটা আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি।
তবে টেমপ্লেটটি ক্রিয়েটিভ কমন্সে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স করা। তার মানে আপনি এটি বিনামুল্যে ব্যবহার এবং মডিফাই করতে পারবেন, রিডিস্ট্রিবিউট করতে পারবেন, কিন্তু কোন প্রকার ক্রেডিট রিমুভ করতে পারবেন না।
যে যে ফিচার আছে,
থ্রিডি সোশ্যাল বাটন |
ফ্লোটিং ন্যাভিগেশন |
সিএসএস থ্রিডি টেক্সট |
ইম্বস ডাউনলোড বাটন ও ডাউনলোড কাউন্টার |
Text Light Box |
+
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks
http://www.incomeusd.com