আসসালামু আলাইকুম,
কেমন আছেন সকলে? অনেকদিন আপনাদের জন্য কিছু লিখি না। আসলে অনেক চাপের মাঝে আছি, সামনেই প্রি টেস্ট, তাই ব্লগিং এ হাত দিতে পারছি না। কিন্তু কাজের ফাকে ফাকে নানা টেমপ্লেট ইনশাআল্লাহ আপনাদের উপহার দিয়ে জাব একেবারে বিনামুল্যে!
এবারে আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার এই "কালবৈশাখী" টেম্পলেট।
এটির নাম কালবৈশাখী হবার কারন হল এর ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ফুটার ইমেজ।
ডকুমেন্টেশন এই টিউনের শেষে পাবেন।
একনজরে সব ফিচার!
রেস্পন্সিভ ডিজাইনের টেম্পলেট এটি 🙂
এখানে আমি ৩টা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, যেকোনো ইউজার তার পছন্দ মতো ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন উপরের বাটনগুলো ব্যবহার করে।
এছাড়া এই টেমপ্লেটে ব্যবহার করেছি জেকুয়েরি, ফন্ট অসাম এবং মডার্নাইজার
মডার্নাইজার এর ব্যবহার করার ফলে ক্রস ব্রাউজারে ভালো ভাবে সাপোর্ট পাওয়া যাবে।
আছে ব্যাক টূ টপ বাটন, একটা কমন ফিচার যদিও...
ব্যবহার করা হয়েছে আমার ডিজাইন করা "অর্থী টেক্সট লাইট বক্স" :v
টেক্সট লাইটবক্সের মজা হল, ছবির মতো এখানে কেবল ছবি না, টেক্সট সহ পুরো প্যরাগ্রাফ দেখানো যাবে লাইট বক্সে!
এমনকি এই লাইটবক্স রেস্পন্সিভও!
এছাড়া রয়েছে অসাধারণ একটা ফুটার!
ডকুমেন্টেশনঃ
+
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni khuv vhalo lekhen,,, apnar ei ta download kore rakhechi,, tar por notun kore edit kore,,, amar blog e upload debo