আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, ভালোই আছি।
আজ আমি আপনাদের সাথে একটা প্রিমিয়াম টেমপ্লেট শেয়ার করব। টেমপ্লেটটার নাম সেভিডা। এটি অত্যন্ত জনপ্রিয় একটা টেমপ্লেট। খুব চমৎকার ডিজাইন। মূল্য ২১ ডলার, আমি এখানে আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করবো ঠিকই, তবে অনুরোধ থাকবে এটাই যে, আপনার সামর্থ্য ও সুযোগ থাকলে থিম ফরেস্ট থেকে কিনে নিবেন। কারণ একটা সুন্দর টেমপ্লেট বানানো খুবই কষ্টসাধ্য। এখানে আরেকটা প্রশ্ন থাকছে পেইড থিম ফ্রিতে নেওয়া কি উচিৎ হবে? এই বিষয়ে আমার মত
এখানে লিখেছি। আপনি একমত নাও হতে পারেন।
এবার তাহলে টেমপ্লেটটা সম্বন্ধে জেনে নিই। টেমপ্লেটটির ডেভেলোপার MKRdezign. এই থিমটির বিশেষত্ব হলো এতে এইচটিএমএল এডিটের কোন দরকার নেই! মেনু, সাব মেনু, সাব সাব মেনু, মেগা মেনু, স্লাইড শো কোন, রং পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কোন কাজেই আপনাকে এডিট এইচটিএমএলে হাত লাগাতে হবে না। আরো একটা চমৎকার ফিচার মেগা মেনু। এই মেনুতে বিভিন্ন গ্যাজেট রাখা যাবে। এটার ২.০ ভার্সন থেকে এই সুবিধাগুলো যোগ করা হয়েছে। তবে পুরনো ভার্সনগুলোতে এই ফিচার নেই।
এক নজরে-
নাম: সেভিডা
ডিজাইনার: MKRdezign
ধরণ: প্রিমিয়াম
প্রযোজ্য: ব্যক্তিগত ব্লগ, নিউজপেপার, ভিডিও ব্লগসহ প্রায় সব ব্লগেই।
বেজ কালার: ব্লু+হোয়াইট+গ্রে
রেসপোন্সিভিটি: ১০০%
সুবিধা:
- ১০০% রেসপোন্সিভ
- অটো ফিচারড টিউন(স্লাইড)
- ম্যানুয়াল ফিচারড টিউন(স্লাইড)
- এডভান্সড এডিটর সাপোর্ট
- অটো রিড মোর
- পেজ নেভিগেশন
- মেগা মেনু
- তিন রকম টিউমেন্ট সিস্টেম+গুগল প্লাস টিউমেন্ট সাপোর্ট
- চমৎকার সার্চ বক্স
- দুই রকম ভিউ মোড(লিস্ট+গ্রিড)
- এসইও ফ্রেন্ডলি
- আর্কাইভ পেজ
- এডস রেডি
- টপ সোশ্যাল আইকন
- শর্টকোড সাপোর্ট
- প্রোফেশনাল লেআউট
- বিস্তারিত ডকুমেন্টেশন
- আরো অনেক কিছু... লিখিতে লিখিতে ক্লান্ত হয়ে যাচ্ছি।
সমস্যা:
- রিসেন্ট টিউমেন্ট গ্যাজেট আমার ক্ষেত্রে সমস্যা করেছে।
- কিছু এইচটিএমএল গ্যাজেট কাজ করছে না।
- একটু স্লো
আর কোন সমস্যা পাইনি। এটা ইন্সটলের পরে দেখবেন সব ফাঁকা! কোন টিউমেন্ট বক্স নাই! মেনু নাই! হাহাহা, এবার একটু কষ্ট করে টেমপ্লেটের ডকুমেন্টেশন ফোল্ডার ওপেন করুন। সেখান থেকে index.htm রান করুন। ক্রোম/ফায়ারফক্স/যেকোন ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে। দেখে দেখে স্টেপ বাই স্টেপ এগুতে থাকুন।
ডাউনলোড
এখন ডাউনলোডের সময়। তার আগে বলে নিই সাইজ ২০ মেগাবাইট! ভয় পাবেন না। এর মধ্যে ১৮ টা ভার্সন আছে টেমপ্লেটটির। আপনার পছন্দের ভার্সন(লেটেস্ট হলো ২.৪.২) ডকুমেন্টেশনে নির্দেশিত নিয়মে আপলোড করুন।
ডেমো দেখুন ক্রয় করুন ডাউনলোড করুন
এর আগে এটা অনেক বার ইন্সটল করেছিলাম কিন্তু অনেক গ্যাজেট দেখা যায়না। লেবেল অনুযায়ী পোস্ট ও করা যায় না। বেকার ইন্সটল করে অনেক সমস্যায় পড়তে হবে।
ভিজিট করুন আমার ব্লগ:
http://www.alorsondhani.ga
projukti-alo.blogspot.com