আসসালামু আলাইকুম,
এবার রাইট ক্লীক ডিজেবল করার সাথে সাথে একটা আকর্ষণী ম্যাসেজও ফুটিয়ে তুলুন ওয়েবপেজে!
এটা একটা শর্ট টিউন। তাই খুব ধ্রুত শেষ হয়ে যাবে।
প্রথমে আপনার ওয়েবসাইটের বা ব্লগের সিএসএস বা টেমপ্লেটে যান।
সেখানে নিচের সিএসএস কোড ইনপুট দিন।অথবা নির্দিষ্ট পেজে <style> </style> ট্যাগ দিয়ে কোড বসান।
.popup {
background: #f8fcfc;
border: 4px solid #d9e8ed;
z-index: 9999;
padding: 10px;
font-size: 16px;
position: absolute;
font-family: Arial, Helvetica, sans-serif;
color: #000000;
display: none;
cursor: default;
}
এবার আপনি সিএসএস দিয়ে ইচ্ছা করলে টেক্সটের স্টাইল বদলাতে পারেন।
এবার নিচের এইচটিএমএল কোড ওয়েবপেজে বসান,
<div id="popup_div" class="popup">
Please Respect Our Copyright!
</div>
এবার নিচের জাভাস্ক্রিপ্ট কোড পেইজে বসান,
<script language="JavaScript" type="text/javascript" src="https://googledrive.com/host/0Bz8X6FgnifH3Sk5zUU03dFViZUk"/>
ব্যাস! কাজ শেষ! এবার আপনি পেজে রাইট ক্লিক করলেই Please Respect Our Copyright! লেখা দেখতে পাবেন!
যেহেতু এটা টেকটিউনস, এখানে আমি কোডের ডেমো দেখাতে পারব না। তা আপনাদের আমার সাইটের ডেমো পেজে যেতে হবে।
এখানে ডেমো দেখুন।
+
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।