সাইটে যোগ করুন পেজপিল ইফেক্ট

সবাইকে স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল দেখবো কিভাবে আমরা পেজপিল ইফেক্ট দিতে পারি। সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস বা জুমলা বা অন্যান্য HTML সাইটে।

পেজপিল ইফেক্ট কি?

পেজপিল জেকুয়েরির একটি দারুণ প্লাগিন। এটি অ্যাড দেওয়ার জন্য প্রধাণত ব্যবহার হয়। খেয়াল করে দেখবেন কোন কোন ওয়েবসাইটে ডানে একটা পর্দার মত থাকে। সেখানে কার্সর নিয়ে গেলে একটি অ্যাড ওপেন হয় এবং পর্দা খুলে যায়। এটিকেই পেজপিল ইফেক্ট বলে। চিত্রে দেখুন।


এখনও বুঝতে পারেন নি? তাহলে এখানে ক্লিক করে দেখুন।

কিভাবে যুক্ত করব?

এটি সহজেই আপনার সাইটে যুক্ত করতে পারবেন এবং এটি ১ থেকে ২ মিনিটের কাজ মাত্র।

ওয়ার্ডপ্রেসে:

ওয়ার্ডপ্রেসে পেজপিল নামের প্লাগিন নিচে থেকে প্রথমে ডাউনলোড করুন।  এবং ইনস্টল করুন।
তাহলে Page Peel Options নামে সেটিংস মেন্যুতে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করে অপশনে গিয়ে ইমেজগুলো এবং অ্যাডে ক্লিক করলে কোন সাইট ওপেন হবে তা ঠিক করে দিন।

তাহলে আপনার সাইটে পেজপিল যুক্ত হয়ে যাবে।

জুমলাতে:

জুমলাতে শুধুমাত্র একটি এক্সটেনশন দিয়ে আপনি পেজ পিল ইফেক্ট দিতে পারেন আপনার জুমলা সাইটে। পেজপিল এক্সটেনশনটি নিচে থেকে ডাউনলোড করুন। এবং এটিকে ইনস্টল করুন। তাহলে মড্যুল ম্যানেজারে Page Peel Banner নামে একটি মডুল পাবেন। এখানে ক্লিক করে এটির স্থান নির্ধারণসহ বিভিন্ন অপশন (যেমন কোন ছবি হবে, ক্লিক করলে কোন ওযেবসাইটে যাবে ইত্যাদি) ঠিক করতে পারবেন।

ডাউনলোড:

ডেমো এবং ডাউনলোড:

এতক্ষণ ধরে যারা মনযোগ দিয়ে পড়েছেন তারা ডাউনলোড এবং প্রিভিউ দেখার জন্য এখানে ক্লিক করুন। (সাথে কিছু অ্যাড খেয়ে যান!!!)

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটা জিনিস!!!!

ধারুন জিনিস দেখি চেষ্টা করে,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইরে গত ১ বছর ধরে খুজছি। কি যে …………………

ব্লগস্পটে কি হবেনা ভাই ?

thanks ,nice

Brother! what happen? i can’t open your personal site