আপনার ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন চমৎকার একটি চ্যাট গ্যাজেট(২)

আসসালামু আলাইকুম।

এর আগে আমি আরেকটি চ্যাট গ্যাজেট দিয়েছিলাম, যেটির দ্বারা মেম্বাররা এডমিনদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেটা এখানে পাবেন। ওই পর্বের শেষে বলেছিলাম পরের পর্বে একটা পাবলিক চ্যাট গ্যাজেট দিবো। এখন সেটা দিচ্ছি।

এই গ্যাজেটের বৈশিষ্ট্য-

১। কেউ কোন মেসেজ করলে যে কেউ দেখতে পাবে।

২। করে ফেলা ম্যাসেজ ডিলিট করা যাবে।

৩। রংঢং কাস্টমাইজ করা যাবে।

৪। চেহারা কতকটা এরকম-

ডেমো

আচ্ছা, আশা করি, আপনি এটা আপনার ব্লগেও দেখতে চাইবেন।

এজন্য প্রথমেই চ্যাটরোলে একটা একাউন্ট খুলে লগ ইন করুন। এবার Create a new chat-এ ক্লিক করুন। আপনার চ্যাটের নাম দিন। কন্টিনিউ করলে একটা কোড পাবেন। কপি করুন। এবার আপনা ব্লগের ড্যাশবোর্ড থেকে লেআউটে যান। সেখান থেকে পছন্দের স্থানে কোড পেস্ট করুন। এবার ব্লগ দেখুন।

আর যদি এটাকে একটা পেজ হিসেবে দেখতে চান, তবে Pages এ গিয়ে নতুন পেজ খুলে HTML মোডে কোড পেস্ট করে সেভ করুন। তারপর চাইলে মেনুতে যোগ করে দিতে পারেন পেজের ইউআরএল।

এখন চ্যাটরোলে গিয়ে নিচে নেমে আবার কন্টিনিউ করুন। এবার চাইলে সেটিংসে গিয়ে কাস্টমাইজ করুন।

আশা করি এই টিউনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে টিউমেন্টে একটা ছোট্ট ধন্যবাদ জানাতে দ্বিধা করবেন না। আর ভালো না লাগলে কারণ গুলো জানালে খুশি হব। আরো টিউন পেতে নিয়মিত ভিজিট করতে পারেন আমার ব্লগ গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ
http://Amraito.com