আসসালামু আলাইকুম। আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি "ওয়েব ডিজাইনিং এর শুরু থেকে শুরু" এর ৭ম পর্ব টিউন করার পর হারায় যাওয়ার জন্য। প্রচন্ড কাজের চাপ থাকাই আমি টেকটিউনস এ টিউন করতে পারিনি কিন্তু কাজের পাকে দুএক মিনিটের জন্য হলেও আমি টেকটিউনস এ এসে ঘুরে গেছি। কিন্তু যখনি এসেছি তখনি মনটা খারাপ হয়ে গিয়েছে। কারন, ভাল কোন টিউনই পাই নাই। সবাই ভালো কিছু দেওয়ার বদলে তাদের ওয়েব সাইট-এ ভিজিটর নেওয়াতে ব্যস্ত ছিল অথবা মার্কেটিং এ মসগুল ছিলেন। এখন যে নেই তাও কিন্তু না। যাক বাদ দেওয়া যাক সেসব কথা। যে জন্য আমি এখানে এসেছি তা বলি।
ওয়েব ডিজাইনিং এর শুরু থেকে শুরু এর ৭ম পর্ব পর্যন্ত আমরা শিখেছি এইচটিএমএল কি, এর ব্যবহার কি রুপ এবং এইচটিএমএল দিয়ে ওয়েব সাইট তৈরি করার উপায়, সিএসএস কি, সিএসএস লিখার উপায়। আজকের এই পর্বটা তৈরি হয়েছে সম্পূর্ণ সিএসএস এর উপর এবং আপনাদের রেফারেন্স হিসেবে একটা সাইট দেব।
আসলে আমার হাতে মাত্র ১০ মিনিট সময় আছে। আর আপনারা জানেন বাংলা লিখতে অনেক সময় ব্যয় হয়। অন্যদের কথা বলতে পারবনা, আমার লিখতে একটু সময় লাগে। যখন রেগুলার লিখ লিখি করতাম তখন বেশি সময় লাগতোনা। যাই হোক যেহেতু লিখতে পারছি না তাই আপনাদের কাছে আরারো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের আজ দুটো বই দেব। তার মধ্যে একটি প্রিমিয়াম ই-বুক। ই-বুক দুটির ডাওনলোড লিঙ্ক নিছে দেওয়া আছে।
CSS Premium e-Book for free CSS CheetSheet
যদি বুক থেকে বুজতে অসুবিধা হয়, তাহলে যেটা বুজতে পারছেন না তা 'w3schools.com' সাইট থেকে দেখে নেবেন। আপনারা বুক এর পাশা পাশি এই সাইটটা দেখার চেষ্টা করলে ভালো করে বুজতে পারবেন।
অনেক দিন পর লিখছি, যদি লিখায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভাল থাকবেন এবং আমার জন্য না হোক সকল মানুষের জন্য দোয়া করবেন
আজ এই পর্যন্ত-ই লিখতে পারছি। আশা করি আপনারা যদি এই বুক গুলো পরেন তাহলে আপনাদের সিএসএস নিয়ে কোন ধরনের সমস্যা থাকার কথা না। যদি কোন প্রকার সমস্যা থেকে থাকে তাহলে টিউমেন্ট-এ জানান।
আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
ভাই, সাবজেক্ট এর নামটা সম্ভবত ডিজাইনিং হবে… “ডিনাইনিং”