বেসিক ওয়েব সাইট টিউটরিয়াল A To Z সিরিজ!

সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।

টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।

আমাদের সকলে অনেক দিনের ইচ্ছা থাকে যে নিজের এটা ওয়েব সাইট এ লেখালেখি করবো। কিন্তু আমরা যখন এটা ওয়েব সাইট বানানোর কথা ভাবি তখন আমাদের সামনে অনেক বাধা এসে দাড়ায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

  • ওয়েব সাইট তৈরি করতে গেলে না কি কোড জানতে হয়?
  • ওয়েব হোস্টিং তারপর ডোমেইন কিনতে হয়।
  • অনেক সময় ব্যায় করতে হয়।
  • অনেক টাকার প্রয়োজন হয় ইত্যাদি।
  • এছাড়াও হাবিজাবি অনেক কথা শোনা যায়।

আসলে এই কথাগুলো সাবার ক্ষেত্র প্রযোজ্য না। আমরা যারা নতুন যাদের ওয়েব সাইট খুলতে অনেক আগ্রহ কিন্তু উপরিক্ত বিষয়গুলোর জন্য সে ওয়েব সাইট খুলতে পারছেনা। এই জন্য আমি কিছুদিন ধরে চেষ্ঠা করে আপনাদের জন্য সিরিজ ওয়েব সাইট এর টিউটরিয়াল তৈরি করেছি। আর মাজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ ফ্রি পদ্ধতি। আপনি এই ভিডিও টিউটরিয়াল দেখে অতি সহজেই অনেক সুন্দর ওয়েব সাইট তৈরি করতে পারবেন। এত আপনার কোনো কোড ও জানা লাগবে না। কোনো ওয়েব হোস্টিং ও ডোমেইন ও কেনা লাগবে না। অনেক সময় ও ব্যায় করতে হবে না।  কোনো টাকার ও প্রয়োজন নেই।

টিউটরিয়াল এর বিশেষত :

  1. সবগুলো ভিডিও বাংলা ভাষায়
  2. ওয়েব সাইট এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় জিনিস এর উপর বিস্তারিত ভিডিও লেসন
  3. প্রত্যেকটি কাজ হাতে কলমে করে দেখনো
  4. একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
  5. ভালভাবে ওয়েব সাইট তৈরি করার পর প্রাকটিস জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল
  6. মোট ভিডিও লেসন এর সংখ্যা ৮টি+, প্রতিটি ভিডিও HD এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি (কিছু কিছু ভিডিওতে সাউন্ড কম আছে)
  7. প্রত্যেকটি লেসন অতি সহজ ভাষায় উপস্থাপিত, এটি এসইও সম্পর্কে একেবারেই শূন্য লেভেল থেকে শুরু করা হয়েছে যাতে যে কেউ এটি দেখে কাজ করতে পারে
  8. মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব।
  9. মান সম্মত প্রফেশনাল লেভেলের কোর্স ঘরে বসে অতি স্বল্প খরচে!
  10. যে কোন সমস্যায় স্পেশাল ইমেইল এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি এডমিনের কাছ থেকে হেল্প এর ব্যবস্থা
  11. সাথে থাকছে গ্রুপ ডিসকাশনের জন্য আমাদের ফেসবুক সদস্যের গ্রুপে আলোচনার ব্যবস্থা

যাইহোক আমাদের ভিডিও গুলো নিচে সুন্দর ভাবে সাজিয়ে দিলাম :
(বি:দ্র : ইন্টারনেট সোল হওয়ার কারণে ভিডিওগুলো  HD ফরমেন্ট এ না ও আসতে পারে)

  1. বেসিক ওয়েব সােইট সম্পর্কে ধারণা (এখানে ওয়েব সাইট ব্লাগার এর ব্যবহারী হয়েছে তাই টিউটরিয়াল এ ওয়েব সাইট এর পরির্বতে সব জায়গায় ব্লাগার বলা হয়েছে। )
  2. ওয়েব সাইট খোলা ও প্রাথমিক কাজ করা এর ধারাবাহিক টিউটরিয়াল
  3. ড্যাসবোর্ড পরিচিতি
  4. কিভাবে ওয়েব সাইট এ লেখালেখি করতে হয় ইত্যাদি
  5. ওয়েব সাইট এর ওয়েব পেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে
  6. ওয়েব সাইট এর টিউমেন্ট মডেরশন সম্পর্কে পূনাঙ্গ আলোচনা করা হয়েছে
  7. ওয়েব সাইট এর লেআউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
  8. ওয়েব সাইট এর কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে।

এই ভিডিও দেখে আশা করি আপনি একটি সুন্দর ওয়েব সাইট তৈরি করতে পারবেন। আর যদি কোনো ভিডিও দেখে বুজতে না পারেন সেইজন্য আমাদের কে-

ই-মেইল করতে পারেন : [email protected]

ফেসবুকে আপনার সমস্যা আমাদের গ্রুপ েএ জানাতে পারেন : ফেসবুক গ্রুপ

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে আমার টিউনটি এখানেই শেষ করছি।

Level 2

আমি তাহসিন হামিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারন একজন। প্রযুক্তি নিয়ে লেখালেখি করতে ভালো লাগে । এর থেকে বেশি কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস