স্কুল/কলেজ এর ডাইনামিক ওয়েব সাইট

শুভেচ্ছা সবাইকে আশা করি ভাল আছেন। আমি আজ স্কুল-কলেজ এর ওয়েব সাইট নিয়ে কিছু কথা বলতে টিউন করেছি। আমরা অনেকে ওয়ার্ডপ্রেস এ সাইট করছি, আমিও করেছি http://pjmp.edu.bd কিন্তু কথা হচ্ছে আমি সাইটি তৈরি করে এর ডিসপ্লেটা সুন্দর দেখাচ্ছে। এই সাইটে কাজকি আপনি/আমি করব? না, কে করবেন স্কুল কলেজের শিক্ষক, যার ওয়েব সাইট সর্ম্পকেই ধারণা খুবই কম তার উপর ওয়ার্ডপ্রেস কাজ বুঝতেই পারছেন (সব শিক্ষক কথা বলছি না যারা পারেন না) বেশির ভাগই। আমি যে প্রতিটা অপশন প্লাগিং দিয়ে তৈরি করলাম উনি কি পারবেন প্রতি কাজ মনে রাখতে? আপনার কি মনে হয়, আমার মনে হয় না। আমি খুবই কম জানি অনেক বড় ভাই আছেন যারা খুব ভাল বুঝেন তারা হয়ত খুবই সহজ ভাবে কাজটা করেছেন কিন্তু আমার মনে হয় ওয়ার্পপ্রেস এডমিন সবারটায় সমান। আমি এই অনুভুতি থেকে চিন্তা করতে থাকি কি করা যায় শেষে এক ভাই-এর সহযোগিতায় পেমেন্ট করে নিলাম পিইচপিতে করা একটি সাইট। নতুন যে কেউ সাইটিতে তার তথ্যাদি সহজে আপলোড করতে পারবেন। এটি টান্সলেট করে ইংরেজী ভার্সন ও করতে পারবেন।

 

 

 

 

 

 

 

 ই-মেইল- [email protected]

স্কাইপি- royalnoman

ফোন- ০১৭১৩-৫০৩১৭১ ফোন করার সময়- দুপুর ২.০০টা থেকে রাত ২.০০টা পর্যন্ত।

এডিমন প্যানেল ব্যবহার করে দেখুন সহজ কি কঠিন
সাইট নেম- http://pjmp.edu.bd/school
এডমিন অপশন- http://pjmp.edu.bd/school/admin
আইডি- hsschooljh
পাসওয়ার্ড- jh116485

এটি আমি যে ভাবে সেটাপ করেছি- ভিডিও টিউটরিয়াল দেখতে পারেন- https://youtu.be/lGKz1s6BmLs

স্কুল সাইট তৈরি করেছেন ওয়ার্ডপ্রেসে এমন অনেকে এখন শুধু স্কুল সাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস আর উপযুগি মনে করছেন না। তাই আপনি কি করবেন সিদ্বান্ত আপনার।

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যা সুন্দর হয়েছে। তবে সাইটটি ডেভেলপ করেছেন ওয়ার্ডপ্রেস দ্বারা করেছেন ও স্কুল ম্যানেজমেন্ট সফটঃ কন্টেন্ট হিসাবে আপলোড করেছেন। আচ্ছা পিএইচপি দ্বারা কাজকৃত সফটওয়্যারটি আপনার আছে কি? (যেটি টিউনে স্কীন শর্ট হিসাবে দিয়েছেন) যদি থাকে তাহলে প্রাইজটা একটু জানাবেন?

ডিজাইন অনেক সুন্দর হয়েছে

ভাইয়া, সাইটটি করার জন্য কোন থীম ইউজ করা হয়েছে?