আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
আজ আমি আমার এই নবম টিউনে দেখাবো কিভাবে powerd by blogger মুছে ফেলবেন
প্রথমে Template এ যান >> HTML >> Jump to Widget >> Attribution1 এ যান
এখন CTRL+F চাপুন আর Search বক্স এ ভিতর নিচের লাইন চাপুন
<b:widget id=’Attribution1′ locked=’true’ title=” type=’Attribution’>
এখন শুধু ‘true’ এর যায়গায় ‘false’ লিখুন যাভাবে চিত্রে দেয়া আছে
এরপর এই রকম দেখাবে : <b:widget id=’Attribution1′ locked=’false’ title=” type=’Attribution’>
Template Save করুন আর Blogger Dashboard >> Layout এ যান
Attribute Widget দেখুন আর edit e এ যান
এবারে Remove Button ক্লিক করুন “Powered By Blogger” Attribution Widget রিমুভ হয়ে যাবে।
এবারে আপনার ব্লগে গিয়ে দেখুন সেটা রিমুভ হয়ে গেছে। ভাল থাকবেন সবাই।
আগের সব টিউন গুলো পরতে নিচে দেখুন। সমস্যা হলে জানাবেন
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dhur