ব্লগার টিপস [পর্ব-০৮] ::ব্লগস্পট সাইট এ যেভাবে এনিমেট রিসেন্ট টিউন (animate recent post) যুক্ত করবেন

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।

তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন

আজ আমি আমার এই ৮ম টিউনে দেখাবো আপনার সাইটে যেভাবে recent post এর এনিমেশন বানাবেন। এটা মুলত jquary  এর কাজ। কিন্তু আপনার তা না জানলেও চলবে। এই ধাপগুল সেস করার পর তা কেমন দেখাবে তা দেখুন

নিচের ধাপগুল লক্ষ করুন আর কাজ করুন

প্রথমে আপনার সাইট এর dashboard এ যান

তারপর লেয়াউট এ যান

সেখানে যেই যায়গায় recent post এর এনিমেশন রাখবেন সেখানে add a Gadget এ যান  তাহলে পপ আপ উইন্ডো আসবে

তারপর html/javascipt এ যান

সেখানে নিচের কোডগুলো কপি পেস্ট করে দেন।

তারপর save arrangement এ যান।কাজ শেষ।

কোড

আমার এখানে ৫ প্রকারের কোড দেয়া আছে যা পাচ প্রকারে দেখাবে। যার যেটা ভাল লাগবে ইউস করবেন

কোড ডাউনলোড

ভাল থাকবেন সবাই। দেখা হবে আগামি টিউনে

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর টিউন করেছেন। তবুও ধন্যবাদ

vhaiya apnar tune gula………. onek vhalo…. tune korer jonno dhonnobad

vhai amar ‘popular post’ name ami kono option pachi na