আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।
আজ আমি ৬ নং টিউনে দেখাবো যেভাবে আপনার সাইট এ contact us form যুক্ত করবেন
আমি আগেই বলেছি যে আমাদের সাইট টি professional look দিতে অনেক কাজ করতে হবে। তার মধ্যে এই যোগাযোগ ফর্ম খুব গুরুত্বপুর্ন। আর আপনার ভিজিটর বা এডসেন্স এর জন্য দারুন উপযোগী।
এই ফর্ম আপনার সাইট এ যুক্ত করতে ২টি কাজ বা দুই ধাপে কাজ করতে হবে।
১। html code এন্ট্রি
২। css code এন্ট্রি
ভয় নেই, আমি কোড বানায় দিইয়েছি। ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে শুধু যায়গা মত পেস্ট করবেন
প্রথমে dashboard এ গিয়ে পেজ এ যান আর new page এ ক্লিক করেন
তাহলে নিচের মত আসবে। সেখানে শিরনাম দিন contact
এবারে html এ ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।
তারপর ফাকা ঘরে html কোড পেস্ট করে দিন আর পাব্লিশ এ ক্লিক করুন
তাহলে দেখবেন একটা contact form হয়ে গেছে। এই পর্যন্ত রাখলেও সমস্যা নাই। কিন্তু যদি এটাকে একটা সুন্দর রুপ দিতে চান তাহলে পরের ধাপে যান।
প্রথমে tamplate এ গিয়ে edit html এ যান
তারপর এইচটিএমএল এর কোড আসবে তার ভিতর Ctrl+F চাপলে যে বক্স আসবে তাতে লিখুন </head> আর ইন্টার চাপুন
তাহলে যে হেড পাবেন তার উপরে সিএসএস কোড পেস্ট করে দিন
এরপর সেভ টেমপ্লেট এ ক্লিক করন। কাজ সেষ। এখন এটার লিঙ্ক মানে পেজটির লিঙ্ক আপনার কাস্টম মেনুতে যুক্ত করুন
এখন কোডগুলো ডাউনলোড করুন এখান থেকে
তো আজ এই পর্যন্ত।পরের টিউন গুলাতে বাকি সব কিছু তুলে ধরার চেস্টা করবো। আপনারা ভাল থাকবেন। কোন সমস্যা হলে বলবেন। আর আপনাদের টিউমেন্ট আমাদের একান্ত কাম্য। আপনাদের উৎসাহ পরবর্তী টিউন লিখার প্রেরনা যোগাবে।
email: [email protected]
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks. আমার একটা সাহায্যের প্রয়োজন আমি যখন আমার ব্লগ থেকে কোন কিছু শেয়ার করতে যাই তখন আমার ব্লগের লিঙ্কের সাথে আরেক জনের নাম দেখায়। এইটা রিমোভ করব কিভাবে? নিচের screenshot দেখুন এখানে muhammad subel নাম টা দেখাচ্ছে। http://qfs.mobi/f2569592