ব্লগার টিপস [পর্ব-০৬] :: ব্লগস্পট সাইট এ যেভাবে যোগাযোগ বা contact form যুক্ত করবেন

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।

এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।

তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন

আজ আমি ৬ নং টিউনে দেখাবো যেভাবে আপনার সাইট এ contact us form যুক্ত করবেন

ব্লগার যোগাযোগ ফর্ম

আমি আগেই বলেছি যে আমাদের সাইট টি professional look দিতে অনেক কাজ করতে হবে। তার মধ্যে এই যোগাযোগ ফর্ম খুব গুরুত্বপুর্ন। আর আপনার ভিজিটর বা এডসেন্স এর জন্য দারুন উপযোগী।

এই ফর্ম আপনার সাইট এ যুক্ত করতে ২টি কাজ বা দুই  ধাপে কাজ করতে হবে।

১। html code এন্ট্রি

২। css code এন্ট্রি

ভয় নেই, আমি কোড বানায় দিইয়েছি। ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে শুধু যায়গা মত পেস্ট করবেন

ধাপঃ১ ফর্ম বানানো

প্রথমে dashboard এ গিয়ে পেজ এ যান আর new page এ ক্লিক করেন

তাহলে নিচের মত আসবে। সেখানে শিরনাম দিন contact

এবারে html এ ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।

তারপর ফাকা ঘরে html কোড পেস্ট করে দিন আর পাব্লিশ এ ক্লিক করুন

তাহলে দেখবেন একটা contact form হয়ে গেছে। এই পর্যন্ত রাখলেও সমস্যা নাই। কিন্তু যদি এটাকে একটা সুন্দর রুপ দিতে চান তাহলে পরের ধাপে যান।

ধাপ দুই css code দিয়ে ফর্মটি আরও সুন্দর করা

প্রথমে tamplate এ গিয়ে edit html এ যান

তারপর এইচটিএমএল এর কোড আসবে তার ভিতর Ctrl+F চাপলে যে বক্স আসবে তাতে লিখুন  </head>  আর ইন্টার চাপুন

তাহলে যে হেড পাবেন তার উপরে সিএসএস কোড পেস্ট করে দিন

এরপর সেভ টেমপ্লেট এ ক্লিক করন। কাজ সেষ। এখন এটার লিঙ্ক মানে পেজটির লিঙ্ক আপনার কাস্টম মেনুতে যুক্ত করুন

এখন কোডগুলো ডাউনলোড করুন এখান থেকে  

তো আজ এই পর্যন্ত।পরের টিউন গুলাতে বাকি সব কিছু তুলে ধরার চেস্টা করবো।  আপনারা ভাল থাকবেন। কোন সমস্যা হলে বলবেন। আর আপনাদের টিউমেন্ট আমাদের একান্ত কাম্য। আপনাদের উৎসাহ পরবর্তী টিউন লিখার প্রেরনা যোগাবে।

আমার বাকি টিউন গুলো পড়তে এখানে ক্লিক করুন 

email: [email protected]

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks. আমার একটা সাহায্যের প্রয়োজন আমি যখন আমার ব্লগ থেকে কোন কিছু শেয়ার করতে যাই তখন আমার ব্লগের লিঙ্কের সাথে আরেক জনের নাম দেখায়। এইটা রিমোভ করব কিভাবে? নিচের screenshot দেখুন এখানে muhammad subel নাম টা দেখাচ্ছে। http://qfs.mobi/f2569592

শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাইয়া, আমার একটা ব্লগ আছে, কিন্তু এটা গুগল বা ইয়াহু তে সাবমিট করতে পারছি না। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়েছে কিনা জানি না। আমাকে একটু সাহায্য করলে উপকার হত।

excelfunctiontips.blogspot.com

চালিয়ে যান ভাই, মাঝপথে বন্ধ করিয়েন না

অনেক সুন্দর করে গুছিয়ে ও বুঝিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিনহাজ ভাই। আশা করি next টিউন খুব শিঘ্রই করবেন।

সুন্দর হইছে… আমার ব্লগটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল http://tech-windows-easy.blogspot.com ধন্যবাদ ।

আমি যদি সব html কোড ডিলিট করে দেই এতে আমার থিমে কোন এফেক্ট পড়বে কি না? (আমি একটি কাস্টম থিম ব্যবহার করতেছি)

ভাইয়া, আমি আপনার ১ থেকে ৬ টি টিউনই দেখেছি এবং একটি ব্লগ বানানোর চেষ্টা করছি। আপনি কিন্তু পুরা টিউনটা শেষ করবেন। এবং আরো সাহায্য প্রয়োজন হবে।

আমি আপনার দেওয়া টেকটিইনস এর মত Template টি ব্যবহার করছি কিন্তু TT এর মত কিভাবে করবো অবশ্যই টিউন করবেন, আমি এই বিষয়ে একদম নতুন

blogspot a kivabe facebook comment box add korbo er upor video tutorial dorkar…….
amke fb te add korun minhaz vai
http://www..facebook.com/tanvir.mahamud.7

facebook.com/tanvir.mahamud.7

Level 2

আচ্ছা একই কাজ আপনার ৪নং টিউনের নিয়ম অনুসারে করলে হবেনা ।

ব্লগস্পট এ ফেসবুক কমেন্ট বক্স লাগানোর উপর একটা সহজ টিউন করারা জন্য অনুরোধ জানাচ্ছি…

sob thik ase but mail to send hoe na.