ব্লগার টিপস [পর্ব-০৫] ::যেভাবে আপনার সাইট এ থিম বা টেমপ্লেট যুক্ত করবেন আর সাথে নিয়ে নিন টেকটিউনসের মত ব্লগার থিম

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।

তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন

আজ আমার এই ৫ম টিউনে দেখাবো  যেভাবে আপনার সাইট এ থিম বা টেমপ্লেট যুক্ত করবেন আর সাথে নিয়ে নিন টেকটিউনসের মত ব্লগার থিম

আগে দেখে নিন থিম কি ?

থিম বা টেমপ্লেট মুলত হল আপনার সাইট দেখতে কি রকম হবে।আপনারা বিভিন্ন সাইট এ গেলে বুঝবেন যে সেই সাইট গুলা কেমন দেখতে।আর অনেক সাইট ই আছে যা ব্লগার দিয়ে বানানো। কিন্তু তারা কাস্টম ডোমেইন নিয়েছে বলেই আর কিছু html এর কেরামতিতেই আপনি বুঝতে পারছেন না।আর আমি আগেই বলেছি আমার এই টিউনগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে ব্লগার সাইট কে কিভাবে professional look দেবেন। আর আমার সব টিউনের শেষে আপোনিও হবে ব্লগার এক্সপার্ট। কিন্তু সেটা ধাপে ধাপে।

আর একটা কথা আমি প্রথম টিউনেই বলেছিলাম, আমার এই wordpress কে ছেড়ে blogger নিয়ে বলার কারন। কারন ব্লগারে টেমপ্লেট আপলোড করা যায়, htm edit করা যায়, কিন্তু wordpress এ ফ্রী সাইট এ তা যায় না।

যেভাবে ইচ্ছামত থিম/ টেমপ্লেট সেট করবেন

আপনারা চাইলে ব্লগারে দেয়া বিভিন্ন থিম ট্রাই করে দেখতে পারেন। অথবা বিভিন্ন সাইট থেকেও tamplate download করে সেট করতে পারেন। সেটা আপনার ইচ্ছা। গুগলে blogger tamplate লিখে সার্চ দিলেই অনেক সাইট পাবেন।

এখন ডাউনলোড করা ফাইল গুলার মধ্যে আসল ফাইল হl  .xml

ফাইল আপলোদ করার আগে জেনে নিন ফাইল টী কোথায় আছে। এরপর ব্লগার টেমপ্লেট আপলোড করতে dashboard এ গিয়ে tamplate এ যান।

এবারে ডানপাশের উপরে লেখা backup/restore এ ক্লিক করুন

তাহলে নিচের মত একটা pop up window এর মত আসবে। choose file এ ঢুকুন। আপনার .xml সিলেক্ট করুন। তারপর upload এ যান।

তারপর নিচের মত আসবে। কাজ সেষ। আপনার সাইট এ গিয়ে দেখুন কেমন হয়েছে দেখতে।

টেকটিন্সের মত টেমপ্লেট

বর্তমান টিটি এর মত tamplate download করতে নিচে ক্লিক করুন

ডাউনলোড লিঙ্ক

আগেই বলে রাখি হুবহু টেমপ্লেট থিম হলেও 100% একরকম হবে না। কারন আপনাকে html ইডিট করতে হবে, যা আমি পরের টিউনগুলোতে দেখাবো।

আজ এই পর্যন্তই। সাথে থাকুন, ভাল থাকুন। মতামত জানাবেন। টিউমেন্ট করবেন। আপনাদের টিউমেন্ট আমাদের প্রেরনা।

 

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল লাগল। ভাই চালিয়ে যান। পরবর্তী টিউন এর জন্য অপেক্ষায় রইলাম।

খুব সুন্দর করে গুছিয়ে লিখেন ভালো লাগলো। আসা করি পরবর্তী টিউন খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অপেক্ষায় রইলাম।

আপনার টিউনগুলো ভালই লাগছে। চালিয়ে যান ব্রাদার

ভালো তবে এটা আগেই দিয়েছে কেউ একজন

    কেই হয়তবা আগে লিখেছে এই জন্য আমি যদি না লিখি তাহলে তো আমার কোন লেখাই হবে না

vai amra age ei tune paini… apnader kheye deye r buji kuno kaj nai khali. ke ki korlo oita niye mata gaman.

likhechen to valoi kintu post tate to besi like pore ni .

khub valo hoise vi. apni chaliea jan, ami apnar sathe asi

template upload hocche na

আমি google থেকে template download দিয়ে আপলোড দিতে চাচ্ছি কিন্তু এই মেসেজ টি দেখাচ্ছে :-We were unable to save your template.
Your template could not be parsed as it is not well-formed. Please make sure that all XML elements are closed properly. XML error message:
Content is not allowed in prolog.

plz help ..

জিপ ফাইল আনজিপ করব কিভাবে ?