আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন
আজ এই ৪র্থ টিউনে আমি দেখাব কিভাবে ব্লগস্পট সাইট এ কিভাবে কাস্টম লিঙ্ক যুক্ত করবেন
প্রথমে ব্লগার dashboard এ যান। তারপর লে আউট layout option এ যান।
তাহলে একটা পপ আপ উইন্ডো আসবে। একদম নিচের মত
এবারে new site name এর যায়গায় নাম আর new site url এর যায়গায় link দিয়ে add link e ক্লিক করুন। এভাবে যতগুলা দরকার ততগুলা নিন। আমি চারটি নিয়েছি, নিচের মত
এবারে save এ ক্লিক করুন। তারপর pop up window close হয়ে গেলে দেখবেন আপনার দেয়া মেনুর লিঙ্ক গুলা মেনু হিসেবে যুক্ত হয়ে গেছে ।
আশা করি আপনাদের এটা করতে কোন সমস্যা হবে না।
ভালো থাকবেন সবাই আর কোন সমস্যা হলে বলবেন। টিউমেন্ট করবেন। আপনাদের টিউমেন্ট আমাদের প্রেরনা।
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনে না রাখরে চরম পস্তাবো , আমার জন্য খুবই উপকারী হলো