আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
এই ৩য় টিউন এ আমি দেখাবো ব্লগস্পট সাইটে যেভাবে টিউন করবেন আর পেজ লিখবেন
প্রথমে ব্লগার ড্যাসবোর্ড এ গিয়ে নিচের মত কলমের আইকনে ক্লিক করতে হবে
তাহলে নিচের মত পেজ আসবে। এরপর প্রথমে সুন্দর একটা টাইটেল লিখুন
এখন নিচে দেখুন কোণ অপশন থেকে কিভাবে কি করবেন
১। লেখার ফন্ট
২। শিরনাম লিখতে ব্যবহার করুন
৩। লেখা বোন্ট হরফে লিখতে ইউস করুন
৪। লেখা ইটালিক লেখার মত বাকান
৫। লেখায় আন্ডারলাইন করুন
৬। ABC,Abc, abc বাছুন কোনটা দরকার
৭। লেখার কালার চেঞ্জ করুন
৮। লেখার বbackground কালার সিলেক্ট করুন
৯। লিঙ্ক লিন (বিস্তারিত নিচে)
১০। ছবি আপলোড করুন (বিস্তারিত নিচে)
১১। ভিডিও আপলোড করুন
১২।লাইন ব্রেকার (বিস্তারিত নিচে)
১৩। লেখাটি ব্লগের বামে, মাঝখানে নাকি ডানে লিখবেন তা নির্বাচন করুন
১৪। লেখার সামনে নম্বর যুক্ত করুন
১৫। ট্যাগ মুছে ফেলুন
১৬। টিউন এর লেবেল দিন
লেখার মাঝে লিঙ্ক দিতে প্রথমে লেখাটি সিলেক্ট করতে হবে
তারপর লিঙ্ক আইকনে ক্লিক করলে নিচের পেজ আসবে আর সেখানে লিঙ্ক দিয়ে ওকে চাপুন
যেখানে ছবি দেবেন সেখানে মাউস নিয়ে গিয়ে অকে চাপুন। তারপর ছবির আইকনে ক্লিক করুন। তাহলে নিচের পেজ আসবে তারপর চুস ফাইল এ ক্লিক করুন
তাহলে আপনার পিসি এর ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে এড সিলেক্ট এ ঢুকুন
তাহলে ছবি আপলোড শেষ
লাইন ব্রেকারের কাজ হল আপনার ব্লগের প্রথম পাতায় আপনার কিছু লেখা দিয়ে বাকিটা লিখবে আরও পড়ুন
আজ এই পর্যন্তই,ভাল থাকবেন সবাই, আপনার টিউমেন্ট এর অপেক্ষায় থাকলাম
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx Minhaz.. 3th Tune er sob parlam. but 2nd Tune er editing ta tik tak vabe partechi na.. help plz… editing er ekta video dile onek opokrito hobo.