আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
মেটা ট্যাগ এন্ট্রি করার আগে যান্তে হবে এটা কি। ব্লগসাইট গুলাতে আসলে মেটা ট্যাগ খুব গুরুত্বপুর্ন। সহজ ভাসায় বলতে গেলে মেটা ট্যাগ এর ফলেই আপনার সাইট কে গুগলে সার্চ করে পাওয়া যাবে। এতে title, descreaption, tag এমনভাবে সেট করা হয় যেন সেই সব লিখে সার্চ দিলে আপনার সাইট কে সার্চ ইঞ্জিনে দেখা যাবে। তো কথা না বারিয়ে দেখুন কিভাবে ব্লগস্পট সাইট এ মেটা ট্যাগ এন্ট্রি করবেন। মেটা ট্যাগ বানানো নিয়ে ভাবতে হবে না। কারন আমার একটা মেটা ট্যাগ বানানো ফাইল দেয়া আছে। আপনারা শুধু সেটা ইডিট করবেন
ধাপ ১ঃ প্রথমে ব্লগার ড্যাসবোর্ড এ গিয়ে tamplate এ ক্লিক করুন
এরপর edit html এ ক্লিক করুন
ধাপ ২ঃ এবারে সাইট এর বক্স এর ভিতর একবার কিক করে Ctrl+F চাপুন আর সার্চ বক্স এ head লিখে enter চাপুন। তাহলে নিচের মত দুইটা head লেখা দেখতে পারবেন।
ধাপ ৩ঃ এবারে নিচের head লেখার উপরে ডাউনলোড করা ফাইল থেকে মেটা টেগ ইডিট করে copy করে এই head লেখার উপরে paste করুন। তারপর save tamplate এ ক্লিক করলেই কাজ শেষ। নিচের এনিমেশন ফটো টি দেখলে বুঝতে পারবেন।
<meta name="description" content="my website desceaption" /> <meta name="keywords" content="TAG 1,TAG 2,TAG 3,TAG 4,TAG 5,TAG 6,TAG 7,TAG 8,TAG 9,TAG 10" /> <meta name="author" content="YOUR NAME"/> <title>my website name</title> <meta charset="UTF-8"/>
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks
Nice Tutorial !