আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।
আমরা যখন একটা ফ্রী সাইট বানাবো তখন আমাদের কে এটা নির্বাচন করতে হবে কোথায় থেকে আমরা এটা বানাবো। blogspot নাকি wordpress ?
আগে এই দুই সাইট এর কিছু তুলনা দেখি
১। blogspot আর wordpress দুটাই ফ্রী
২। দুটাই খুব জনপ্রিও
৩। wordpress এ অনেক ফিচার বেশি আর এটা বেশীর ভাগ ভাল সাইট ইউস করে। কিন্তু ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয় না। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো না।
৪। blogspot ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয়। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো।
আমি যেহেতু বেসিক html ইউস করে সুন্দর সাইট বানানো দেখাবো তাই আমি blogspot সাইট থেকেই বানানো দেখাবো।
এর জন্য একটা জিমেইল একাউন্ট খুলুন। আশা করি যারা সাইট বানাবেন তাদের জিমেইল একাউন্ট আছে। থাকলে একাউন্ট করে নিন।
এখন অই একাউন্ট থেকে লগ ইন করে ব্লগার একাউন্ট এ প্রবেশ করুন। চিত্রের মত যায়গায় গিয়ে ইংলিশ english সিলেক্ট করুন
create a limited profie picture এ ক্লিক করুন
এবারে আপনি যা নাম, মানে লেখকের নাম কি দিতে চান তা লিখে continue এ ক্লিক করন, আমি আমার নাম দিলাম
এবারে new blog এ ক্লিক করুন
এইবারে যে পেজ টি আসবে আপনারা সেখানে একটা title set করুন। তারপর পরের ঘরে address দিন। এটাই হবে আপনার সাইট এর address . যে address দেবেন তার সাথে .blogspot.com যুক্ত হবে। এর পর simple tamplate select করে create blog এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। আপনার সাইট তৈরি আমার সাইট টি কেমন দেখাবে তা দেখার জন্য যে address দিয়েছিলেন সেই লিঙ্ক এ প্রবেশ করলেই দেখতে পারবেন। এছাড়া অপশন আসলে কিছু টিউন করতে পারেন
তো আজ এই পর্যন্ত।পরের টিউন গুলাতে বাকি সব কিছু তুলে ধরার চেস্টা করবো। আপনারা ভাল থাকবেন। কোন সমস্যা হলে বলবেন। আর আপনাদের টিউমেন্ট আমাদের একান্ত কাম্য। আপনাদের উৎসাহ পরবর্তী টিউন লিখার প্রেরনা যোগাবে।
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ধন্যবাদ টিউনটির জন্য কিন্তু এ সম্পর্কিত অনেক টিউন আছে টিটিতে