ব্লগার টিপস [পর্ব-০১] :: তৈরি করুন সুন্দর একটি ফ্রি ব্লগস্পট সাইট

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।

এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।

তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন

সাইট নির্বাচন 

আমরা যখন একটা ফ্রী সাইট বানাবো তখন আমাদের কে এটা নির্বাচন করতে হবে কোথায় থেকে আমরা এটা বানাবো। blogspot নাকি  wordpress ?

আগে এই দুই সাইট এর কিছু তুলনা দেখি

১। blogspot আর  wordpress দুটাই ফ্রী

২। দুটাই খুব জনপ্রিও

৩। wordpress এ অনেক ফিচার বেশি আর এটা বেশীর ভাগ ভাল সাইট ইউস করে। কিন্তু ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয় না। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো না।

৪। blogspot ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয়। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো।

আমি যেহেতু বেসিক html ইউস করে সুন্দর সাইট বানানো দেখাবো তাই আমি blogspot সাইট থেকেই বানানো দেখাবো।

সাইট বানানোর নিয়ম 

এর জন্য একটা জিমেইল একাউন্ট খুলুন। আশা করি যারা সাইট বানাবেন তাদের জিমেইল একাউন্ট আছে। থাকলে একাউন্ট করে নিন।

 

এখন অই একাউন্ট থেকে লগ ইন করে  ব্লগার একাউন্ট  এ প্রবেশ করুন। চিত্রের মত যায়গায় গিয়ে ইংলিশ english  সিলেক্ট করুন

 

create a limited profie picture এ ক্লিক করুন

এবারে আপনি যা নাম, মানে লেখকের নাম কি দিতে চান তা লিখে  continue এ ক্লিক করন, আমি আমার নাম দিলাম

এবারে new blog  এ ক্লিক করুন

এইবারে যে পেজ টি আসবে আপনারা সেখানে একটা title  set করুন। তারপর পরের  ঘরে address দিন। এটাই হবে আপনার সাইট এর address . যে address দেবেন তার সাথে  .blogspot.com যুক্ত হবে। এর পর  simple tamplate select করে create blog  এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। আপনার সাইট তৈরি আমার সাইট টি কেমন দেখাবে তা দেখার জন্য যে address  দিয়েছিলেন সেই লিঙ্ক এ প্রবেশ করলেই দেখতে পারবেন। এছাড়া অপশন আসলে কিছু টিউন করতে পারেন

তো আজ এই পর্যন্ত।পরের টিউন গুলাতে বাকি সব কিছু তুলে ধরার চেস্টা করবো।  আপনারা ভাল থাকবেন। কোন সমস্যা হলে বলবেন। আর আপনাদের টিউমেন্ট আমাদের একান্ত কাম্য। আপনাদের উৎসাহ পরবর্তী টিউন লিখার প্রেরনা যোগাবে।

আমার বাকি টিউন গুলো পড়তে এখানে ক্লিক করুন 

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ধন্যবাদ টিউনটির জন্য কিন্তু এ সম্পর্কিত অনেক টিউন আছে টিটিতে

    আমি জানি, কিন্তু অনেকেই শুধু এই পর্যন্তই দিয়েছে । আশা করি আমার পরের টিউন গুলতে আমি ব্লগারের আরও অনেক কিছ এবং নতুন কিছু উপহার দিতে পারব । কিন্তু আমি এখান থেকে শুরু করতে চেয়েছি । আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ

valoi laglo , porer tuner opekkay thaklam

good ,. porer tune kobe pab9 ?

Level 2

খুব সুন্দর টিউন, নতুনরা কিছু শিক্ষতে পারবে। তবে আমার মনেহয় ব্লগ শুরুর আগে কীওয়ার্ড এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত।সাইটটা কিসের ওপর ভিত্তি করে তৈরি করবে। ডাওনলোড, টিপস্ এন্ড ট্রিকস, টিউটোরিয়াল ইত্যাদি ইত্যাদি
এক্ষেত্রে গুগল এডওয়ার্ড টুলবার অনেক গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে যা কিনা ভিজিটর পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ন। আপনার মতামত কী এক্ষেত্রে…?

    আমার নেক্সট টিউনে এটা নিয়ে অবশ্যই লিখবো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

ধন্যবাদ টিউনটির জন্য …..asha kori khub taratri 2nd tune korben vaia

    হুম্ম , করেছি ২য় টিউন , আশা করি এই বিসয়ে এর থেকে আরও ভালো কিছু লিখতে পারি । আপনার মতামতের জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। খুব চমৎকার টিউন করেছেন আপনি। next টিউন এর অপেক্ষাই রইলাম আশা করি খুব তাড়াতাড়ি টিউন করবেন।

    ২য় টিউন করেছি , এখন ৩য় টিউনের অপেক্ষায় থাকেন । আশা করি তারাতারি লিখতে পারবো। আর আপনার মতামতের জন্য ধন্যবাদ

blogspot site e ki Domain set kora jay…?

    zay, আপনি যে কোন কাস্টম ডোমেইন কিনে ।চ .com সাইট ব্লগস্পট সাইট থেকেই বানাতে পারবেন ।