বর্তমানে responsive design এবং সহজে website template তৈরি করার জন্য বুটস্টাপ একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। Bootstrap এর বর্তমান লেটেস্ট ভার্সন ৩.৩.৫ তবে ১৯ আগস্ট ২০১৫ তাদের আফিসিয়াল ব্লগ http://blog.getbootstrap.com তে বুটস্টাপ এর "4.0 Beta" এর ঘোষণা দিয়েছে। ৪.০ ভার্সনে পুরো বুটস্টাপ ফাইল নতুন করে রিভিশন দেওয়া হয়েছে এবং আরো কিছু নতুন ফিসার যোগ করা হয়েছে। তবে কবে নাগাদ জনসাধারণের জন্য ব্যবহার উপযোগী করে পাবলিশ করা হবে তা এখনা জানানো হয় নি।
Bootstrap 4.0 এই নতুন ভার্সনের নাম দেওয়া হয়েছে "Alpha"
or
or
Bootstrap Alpha v4.0 এর Documentration
১. বুটস্টাপ এখন আগের চেয়ে ব্রাইজারে দূরত লোড হওয়ার জন্য Less থেকে Sass এ রূপান্তর করা হয়েছে।
২. grid system কে আরো উন্নত করা হয়েছে এবং আরো মোবাইল ফ্রেন্ডলী করা হয়েছে।
৩. Opt-in flexbox CSS সাপোট দেওয়া হয়েছে।
৪. Dropdown menu, thumbnails, Brand সহ আরো কিছু কাস্টমাইজ করা হয়েছে।
৫. সবচেয়ে বড় কথা Bootstrap 4.0 তে IE 8 support দেওয়া হয়েছে এখন আর "respond.min.js" অথবা "html5shiv.min.js" আতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই।
৬. বুটস্টাপ এর JavaScript plugins রিরাইট করার সুবিধা।
৭. tooltips and popovers আরো উন্নতো করা হয়েছে।
৮. এছাড়া আগের চেয়ে বুটস্টাপের ডকুমেন্টেশন আরো সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে লেখা হয়েছে।
আরো বিস্তারিত ইংলিশে জানতে এই আটিকেল টি পড়তে পারেন http://blog.getbootstrap.com/2015/08/19/bootstrap-4-alpha/
ধন্যবাদ,
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com