আপনাদের সকলকেই ধন্যবাদ যারা আমার টিউনএর টাইটেল দেখে টিউনটি ভিউ করার জন্য। ভাই, আমার টিউন এর টাইটেল দিখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি ওয়েব বিষয়ে সমস্যায় পড়েছি।
তাই ভাই আমি আপনাদের নিকট সাহায্য চাইছি। ভাই কিছু দিন আগে আমি ব্লগার.কম এর সাহায্যে একটা ব্লগ খুলে ছিলাম। কিন্তু সেই ব্লগ থেকে যখন টিউন ফেসবুকে শেয়ার করার জন্য শেয়ার বাটুনে কিল্ক করি তখন কিছু এক্সট্রা লিখা অ্যাড হয়ে শেয়ার হয়। এখানে বলা প্রয়োজন আমি sevida নামক ব্লগার টেমপ্লেট ব্যবহার করেছিলাম। আপনাদের প্রয়োজনে নিচের স্ক্রীনশট দেখতে পারেন।
উপরের ছবি-১ (ব্লগ টিউন করার ছবি) তে টিউন শুরু করা হয়েছে হ্যালো বন্ধুরা,___ ইত্যাদি দিয়ে কিন্তু আমি যখন সেই টিউনটি ফেসবুকে শেয়ার করতে যায় তখন টিউনের টাইটেলসহ কিছু কথা আসছে। তাই আমি চাইছি ছবি-২ (ফেসবুকে শেয়ার করার সময় ছবি) তে লাল দাগের ভেতরের লেখাগুলো যাতে শেয়ার করার সময় না আসে।
আমি আরও একটা ব্লগার টেমপ্লেট ব্যবহার করেছি কিন্তু সেটা থেকে ফেসবুকে শেয়ার করার সময় টাইটেল ছাড়া কিছু আসে না (বডিতে xxx ক্রস সাইন আসে)। এর ছবিগুলো
সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি এই সমস্যাটি সমাধান করতে পারেন দয়া করে আমাকে টিউমেন্টে অথবা মেইল এর মাধ্যমে জানান। সমাধান দিলে খুব উপক্রিত হব। কোন কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার মেইলঃ [email protected]
আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।
আপনার যে লিংক এ সমসসা সেটা দিন.