আসসালামু আলাইকুম। আপনারা সকলে
কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন ? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
যাই হোক কথা না বারিয়ে কাজের কথায় আসি। আমি আমার এর আগের টিউন করেছিলাম HTML এর উপর যেখানে আমি আপনাদের সাথে HTML নিয়ে কিছু ভিডিও টিউটোরিয়াল শেয়ার করেছিলাম আজ তৃতীয় ধাপে আর কিছু টিউটোরিয়াল শেয়ার করছি। যারা আমার প্রথম এবং দ্বিতীয় টিউন টিউটোরিয়ালটি দেখতে পারেন নাই তারা এই লিঙ্ক প্রথম টিউন এবং দ্বিতীয় টিউন থেকে দেখতে পারেন।
সবাইকে অনুরধ করছি এই ভিডিও টিউটোরিয়াল গুল শুধু অনলাইনে দেখে বা ডাউনলোড করে বসে থাকবেন না বা চিন্তা করবেন না যে ডাউনলোড করা আছে বা অনলাইনে আছে পরে শিখে নেব তাহলে আর হয়তো আপনার শেখাই হবে না। যাই হোক
আজ এতটুকুনই দিলাম। পরবর্তী টিউনে আপনাদের সাথে আর কিছু টিউটোরিয়াল শেয়ার করব, ততদিন পর্যন্ত ভাল থাকেন আর HTML নিয়ে অনেক বেশি বেশি চিন্তা করেন।
আর যারা টেকটিউনে সবসময় না আসেন তারা আমার ইউটিউব চ্যানেল Subscribe করে আমার চ্যানেল এর সাথে যুক্ত থাকতে পারেন। তাহলে আর কোন টিউটোরিয়াল মিস করার সম্ভবনা থাকবে না।
ধন্যবাদ
"বিশেষ দ্রষ্টব্য ঃ এগুলো আমার করা কোন টিউন না। তবে এই টিউটরিয়াল গুলোর আমি সিডি কিনেছি, যার থেকে আমিও শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি "
আমি tsujon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good Post Complete Your total post don,t stop in middle best of luck
@tsujon
thanks