আসসালামু আলাইকুম। আপনারা সকলে
কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ অনেক দিন ধরে টেকটিউন এর সাথে আছি কিন্তু কখনো কোন টিউন করা হয় নাই, তবে আপনাদের কাছ থেকে শিখেছি অনেক কিছু। তার জন্য টেকটিউন এর সাথে জড়িত সকল টিউনারকে ধন্যবাদ। যাই হোক কথা না বাড়িয়ে কাজে আসি।
HTML কি তা আমরা কমবেশি সবাই জানি এবং ওয়েব ডিজাইন এর ক্ষেত্রে এর গুরুত্ত কথ খানি।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম HTML এর বাংলা টিউটরিয়াল। যাদের HTML সম্পর্কে জানার বা শেখার ইচ্ছে আছে তারা আসা করি এই টিউটরিয়াল থেকে শিখতে পারেন আর আমিও শিখছি। আজ অল্প কিছু টিউটরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি এবং কথা দিচ্ছি HTML এর শুরু থেকে শেষ পর্যন্ত সব গুল টিউটরিয়ালই আপনাদের সাথে শেয়ার করব। আজ যত টুকু দিচ্ছি ততটুকর অনুশীলন করুন এবং এর প্রয়োগ করুন।
প্রথম টিউন করছি অনেক কথার ভুল হতে পারে আসা করব কথাগুলকে না বিচার করে আমার কাজের বিচার করবেন।
পরবর্তী টিউটরিয়াল গুল নিয়ে প্রতি এক দিন পর পর আপনাদের সামনে হাজির হবো, তথক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।
ধন্যবাদ
"বিশেষ দ্রষ্টব্য ঃ এগুলো আমার করা কোন টিউন না। তবে এই টিউটরিয়াল গুলোর আমি সিডি কিনেছি, যার থেকে আমিও শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি "
আমি tsujon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks