ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-৩

বন্ধরা আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার “ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন” ধারাবাহিক টিউটরিয়াল এর ৩য়পর্ব। এর পূর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ব্লগারে ফ্রি ব্লগসাইট খুলতে হয় এবং এর ড্যাসবোর্ড পরিচিতি।

আজ দেখাব কিভাবে অাপনি আপনার ব্লগে টিউন করবেন। আনেকের হয়ত ব্লগ আছে আবার অনেকের হয়ত নিজের ওয়েব সাইট আছে। যাদের আছে এবং যারা টিউন করতে পারেন আমার এই টিউনটি তাদের জন্য নয়। তার পরও দেখতে পারেন যাদি উপকারে আসে। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।

যাই হোক যারা ব্লগিং এ নতুন তাদের বলছি এই টিউটরিয়ালটি ভালো ভাবে দেখে তার পর টিউন করুন। আর যাদি এখনও ব্লাগ তৈরী না করে থাকেন তবে আমার নিচের টিউন গুলো দেখে আজই তৈরী করে নিন।

ধারাবাহিক ভাবে এর পূর্বের পর্ব গুলো দেখুন নিচেঃ

ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-১

ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-২

উপরের টিউন গুলো দেখা হলে আমার আজকের টিউনটি দেখে নিন এখান থেকে

আজকের পর্বে যা যা থাকছেঃ

  • কিভাবে টাইটেল লিখবেন
  • কিভাবে আর্টিকেল(টিউন) লিখবেন
  • কিভাবে কিওয়ার্ড(লেভেল/ট্যাগ) যোগ করবেন
  • কিভাবে ইমেজ যোগ করবেন
  • কিভাবে ব্যকলিংক দিবেন সহ টিউন সম্পর্কিত প্রয়োজনীয় সকল বিষয়।

 

টিউটরিয়াল গুলো ধারাবাহিক ভাবে ইউটিউবে দেখুন নিচের লিংক গুলো থেকেঃ

১ম পর্ব

২য় পর্ব

৩য় পর্ব

 

ধন্যবাদ আপনাকে আমার এই টিউনটি দেখার জন্য।

ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

ফেসবুকে আমি

Level 0

আমি মোঃ মাসুদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

it’s really helpful to me thanks very much