কোনো ভিসিটর যদি গুগল থেকে আপনার ব্লগ এর 404 page এ এসে পরে তাহলে সেই ভিসিটর মুহুর্তের মধে আপনার ব্লগ থেকে চলে যাবে এতে করে আপনি একটি ভিসিটর হারাই ফেলবেন এভাবে একটি নয় অনেকগুলো ভিসিটর হারায় ফেলবেন আপনি.
404 page বলতে কি বুজাই ? ধরুন আপনি একটি পোস্ট লিখেসেন এবং সেটি সার্চ ইঞ্জিনে সেটি অন্তর্ভুক্ত হলো. পরবর্তীকালে কোনো কারণে পোস্ট টি মুসে ফেললেন এবং কোনো ভিসিটর যদি আপনার সেই পুরনো পোস্টির লিঙ্ক এ এসে পরে তাহলে 404 page esheএসে পরবে... নিচে 404 page এর উধারণ দেওয়া হলো ছবির মাধ্যমে
কি করতে পারেন ভিসিটর ধরে রাখার জন্য ? একটু কাস্টম 404 page যদি তৈরি করতে পারেন তাহলে উপকার আসবে. কি থাকতে পারে সেই পাতাটিতে ? সেটিতে তাকবে একটি সার্চ box এবং আর্কাইভ লিস্ট.
আগেয়ে দেখে নি ডিফল্ট এবং কাস্টমাইজ 404 দেখতে কেমন.
যেহেতু আমি থেসিস থীম নিয়ে কাজ করি তাই থেসিস থিম এ কিভাবে আপনার মন মতন 404 পেজ বানানো যায় তা নিয়ে আলোচনা করবো
চলুন তাহলে দেখি কিভাবে সেটি করা যায়:
দুঃখিত আমার বাংলা লেখা তেমন ভাল নই তবে আপনাদের সহায়তায় আমার বাংলা লেখা উন্নতি করা সম্ভব. কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবেন.
থেসিস থিম এ হুক (hook) পদ্ধতি এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার মনের মতো করে 404 page বানাতে পারবেন.
১. প্রথমে আপনি আপনার ব্লগ এর ওয়ার্ডপ্রেস দ্যশবোর্ড এ লগ ইন করুন
২. বাম দিকের মেনু টে থেসিস মেনু এর নিচে custom file editor এ যেয়ে custom_functions.php ফাইল টে এডিট করুন
৩. এডিট করার আগেয়ে Clean Archive Reloaded নামে একটি প্লাগিন আসে ওটি ডাউনলোড করে নিন এবং এক্টিভেট করে নিন
৪. প্লুগিনস এক্টিভেট করার পর custom_functions.php ফাইল এর শেষের দিকে নিচের কোডটি পেস্ট করুন এবং সেভ করুন.
/* Custom 404 Hooks */ function custom_thesis_404_title() { ?> The Page you requested is somewhere here. <?php } remove_action('thesis_hook_404_title', 'thesis_404_title'); add_action('thesis_hook_404_title', 'custom_thesis_404_title'); function custom_thesis_404_content() { ?> </p>Can't find what you looking for?</p> <?php clean_archives_reloaded(); ?> <?php } remove_action('thesis_hook_404_content', 'thesis_404_content'); add_action('thesis_hook_404_content', 'custom_thesis_404_content');
ব্যস হয়ে গেলো আপনার নিজের মতো করে 404 page.
English লেখাটি এখানে পাবেন, custom 404
Nasif A. Razzaque
আমার অনন্য টিউনসঃ
কিসু অসাধারণ ব্লগার টেমপ্লেট
ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন
আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টাইটেলে আপনার এটুকু অন্তত বলা উচিত ছিল যে এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.