অনেকদিন যাবত ব্লগস্পটের টেমপ্লেট শেয়ার করিনা। যদিও প্রায়ই আমি ব্লগস্পট সংক্রান্ত পোস্টই লিখে থাকি। চোখের সামনে অনেক ব্লগার টেমপ্লেট পেলেও খুব পছন্দের কোন টেমপ্লেট পাচ্ছিনা। কিন্তু আজ আর শেয়ার না করে থাকতে পারলাম না! আজ ইন্টারনেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সত্যিই অসাধারন একটি টেমপ্লেট।
আমি নিশ্চিত আপনারা File Hippo নামের সফটওয়্যার ডাউনলোডের জনপ্রিয় সাইটের সাথে পরিচিত। আজকে যে টেমপ্লেটটি শেয়ার করছি তা এই File Hippo সাইটকে অনুকরন করেই বানানো হয়েছে। টেমপ্লেটটির নাম Hippo Mag Responsive Blogger Template। যেহেতু সফটওয়্যার ডাউনলোডের সাইট File Hippo কে ভিত্তি করে তৈরি হয়েছে এই ব্লগস্পট টেমপ্লেট সেহেতু টেমপ্লেটটি সফটওয়্যার বিষয়ক ব্লগের জন্যই উপযোগী। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস ব্লগেও ব্যবহার করতে পারেন Hippo Mag টেমপ্লেটটি। এক কথায় বলব, সফটওয়্যার বা অ্যাপস বিষয়ক কোন ব্লগস্পট ব্লগ খুলতে চাচ্ছেন? তাহলে Hippo Mag ব্লগার টেমপ্লেটটি একদম পারফেক্ট।
সফটওয়্যার বিষয়ক ব্লগের জন্য টেমপ্লেটটি খুবই উপযোগী। আশা করছি টেমপ্লেটটির ডিজাইন এবং ফিচারসমূহ ভালো লাগবে। আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায়। ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
মারুফ ভাই তোমার ব্লগের কোন পোষ্ট এ ক্লিক করলে গ্রীন হোষ্টিং এর এড আসে | ওটা করবে কিভাবে |